কলকাতা, 20 অক্টোবর: সল্টলেক করুণাময়ীতে টেট চাকরিপ্রার্থীদের আমরণ অনশন চতুর্থ দিনে পড়েছে বৃহস্পতিবার ৷ তবে চাকরিপ্রার্থীদের আন্দোলন-বিক্ষোভের বিরোধিতা করে কর্মীদের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আবেদন করেছিল পর্ষদ (WBBPE) ৷ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ চত্বরে 144 ধারা জারির নির্দেশ দিল আদালত (HC oreders to issue of section 144 at the WBBPE premises) ৷
আন্দোলনরত চাকরিপ্রার্থীদের উদ্দেশে হাইকোর্টের নির্দেশ, 144 ধারা মানতে হবে। একইসঙ্গে বিধাননগর পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়োজনীয় পুলিশ দিয়ে কর্মীদের পর্ষদে যাতায়াতের ব্যবস্থা করতে ৷ 4 নভেম্বর পর্যন্ত এই 144 ধারা বলবৎ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরে রেগুলার বেঞ্চ এই মামলা শুনবে ৷ টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভের বিরোধিতা করে, একইসঙ্গে কর্মীদের নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন আন্দোলনের ব্যাপারে আইনজীবী সুবীর সান্যাল পর্ষদের তরফে বলেন, "আমরা আন্দোলনের বিরোধী নই ৷ আমরা চাই আমাদের কর্মী-অফিসারদের অফিসে ঢোকা-বেরনো, গাড়ি যাওয়া-আসার ব্যবস্থা করুক পুলিশ।