পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Recruitment Scam: 2 হাজার বন সহায়ক নিয়োগের তালিকা বাতিলের নির্দেশ হাইকোর্টের - বন সহায়ক নিয়োগের তালিকা বাতিলের নির্দেশ

2000 পদে চুক্তি ভিত্তিক বন সহায়ক নিয়োগের তালিকা বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷ প্রেসিডেন্সি, মেদিনীপুর, বর্ধমান, মালদা ও জলপাইগুড়ি ডিভিশনে এই নিয়োগের কথা ছিল ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : May 4, 2023, 2:10 PM IST

Updated : May 4, 2023, 3:39 PM IST

কলকাতা, 4 মে: দু’হাজার বন সহায়ক নিয়োগের তালিকা বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বুধবার বিচারপতি ললিতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন । 2020 সালের 22 জুলাই এই বন সহায়ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছিল । সেখানেই 2000 পদে চুক্তি ভিত্তিক নিয়োগের কথা বলা হয় । সেখানে 5টি প্রশাসনিক ডিভিশনে তথা প্রেসিডেন্সি, মেদিনীপুর, বর্ধমান, মালদা ও জলপাইগুড়ি ডিভিশনে এই নিয়োগের কথা উল্লেখ করা হয় ।

বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের বয়সের সীমা সম্পর্কে জানানো হয়, 1980 সাল থেকে 2001 সালের জানুয়ারির মধ্যে যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে তারা আবেদন করতে পারবে ন । তবে তফশিলি জাতিভুক্ত ও উপজাতি ভুক্তদের পাঁচ বছরের ছাড়ও দেওয়া হয়েছিল । নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রতিটি সার্কেলে 3 জন চিফ কনজারভেটর অফ ফরেস্ট, দুই বিভাগীয় বন আধিকারিক বা ডেপুটি কনজারভেটর অফ ফরেস্ট থাকার কথা ছিল । প্রতিটি কমিটির এক্তিয়ার সম্পর্কিত তথ্য ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ছিল ।

অভিযোগ, নিয়ম মেনে নিয়োগ দেওয়া হয়নি । বর্ধমান জেলার 3জন, উত্তর 24 পরগনার 1জন, পশ্চিম মেদিনীপুরের 1 মামলাকারীর এই অভিযোগ ছিল । মামলাকারীর আইনজীবী শমীক চট্টোপাধ্যায়ের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়া বৈধ ও স্বচ্ছভাবে হয়নি । মেধা তালিকা প্রকাশ করা হয়নি । যাঁরা সিলেক্ট হয়েছিলেন তাদের ব্যক্তিগতভাবে মেসেজ দিয়ে জানানো হয়েছিল ।

আরও পড়ুন:2016 সালের নিয়োগ নিয়ে ফের বড় নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এইক্ষেত্রে একটা স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ হওয়ার কথা ছিল । আরটিআই করে মামলাকারীরা জানতে পারেন 3 জনকে যোগ্যতা বর্হিভুতভাবে নিয়োগ করা হয়েছিল ৷ দু’জনকে বয়স পেরিয়ে যাওয়ার পর নিয়োগ করা হয় । প্রাথমিকভাবে 1 বছরের জন্য নিয়োগ করা হলেও পরে তাদের 2023 সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয় । তিন জনের কমিটির কথা বলা হলেও মাত্র দু’জন ইন্টারভিউ নিয়েছিলেন ৷ সেজন্য নিয়োগ প্রক্রিয়া ত্রুটি পূর্ণ হয়েছে ।

Last Updated : May 4, 2023, 3:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details