কলকাতা, 22 অগস্ট: দুর্নীতি দমন আইনে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করতে হলে সিআইডির কেন্দ্রের অনুমতি নেওয়া বাধ্যতামূলক । নির্দেশ দিয়ে জানালো কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সোমবার এই নির্দেশ দিয়েছে ।
কল্যাণী এইমসে বেআইনি নিয়োগের(Kalyami AIIMS Recruitment Scam)অভিযোগে তদন্ত চালানো সিআইডি-কে এই মর্মে সতর্ক করল হাইকোর্ট । ফলে নিয়োগ দুর্নীতির তদন্ত চালানোর ক্ষেত্রে সিআইডি বেশ বিপাকে পড়ল বলেই মনে করা হচ্ছে । গত শুনানিতে কেন্দ্রের আইনজীবী অভিযোগ করেন, কেন্দ্রের অনুমতি না নিয়েই তদন্ত চালাচ্ছে সিআইডি ।
এতদিন সিআইডির তরফে শুনানি করা সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল অমিতেষ বন্দ্যোপাধ্যায় এই মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তাঁর বক্তব্য, কোনও সিনিয়র আইনজীবীকে এখানে নিয়োগ করার জন্য অনুরোধ করেছি ।