কলকাতা, 19 মে : বালিগঞ্জ সার্কুলার রোডের হেরিটেজ ভবন "ত্রিপুরা হাউজ"-কে মাল্টি স্টোরেজ বিল্ডিং বানানোর সম্মতি দেয় কলকাতা পৌরনিগম ৷ কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট (HC orders CBI investigate into consent to construct building)। বিচারপতি অমৃতা সিনহা বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন । বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, হেরিটেজ হাউজকে মাল্টি স্টোরেজ বিল্ডিং বানানোয় সম্মতি দেওয়ার পিছনে টাকা লেনদেন হয়ে থাকতে পারে । সেই কারণে সিবিআই-কে এই বিষয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে ।
2018 সালে ত্রিপুরা হাউসের পাশে শিরোমণি আবাসনের বাসিন্দারা হাইকোর্টে মামলা করেছিলেন হেরিটেজ হাউজ নষ্ট করে মাল্টি স্টোরেজ বিল্ডিং বানানো হচ্ছে । বাসিন্দাদের দাবি ছিল, কলকাতা পৌরনিগমের আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে হেরিটেজ ভবন ধবংস করে এই বিল্ডিং বানানো হচ্ছে । আদালত সূত্রে খবর, ত্রিপুরা ভবনের জায়াগায় নতুন 22টি বাড়ি বানানো হয়েছে ।