কলকাতা, 20 এপ্রিল : ভোট-পরবর্তী হিংসা মামলায় তিন সদস্যের কমিটি গঠন করল হাইকোর্ট (Calcutta High Court orders 3 members committee over Post Poll Violence) । একুশের বিধানসভা নির্বাচনের পর এখনও ঘরছাড়া 303 জনকে ঘরে ফেরাতে তিন সদস্যের কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এক নির্দেশে জানিয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন এবং স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি সেক্রেটারি- প্রতিটি ক্ষেত্র থেকে একজন করে সদস্য নিয়ে গঠিত কমিটি অভিযোগ খতিয়ে দেখে ঘরছাড়াদের ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে ।
পাশাপাশি কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুতে তাঁর দাদা ও মাকে দু'মাসের মধ্যে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট । এ ব্যাপারে রাজ্যের মুখ্যসচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে ।
এর আগে 14 মার্চ কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের ডিজি, আইজিকে নির্দেশ দিয়েছিল 303 জনকে যাতে কোনও ভাবে বিভ্রান্ত না করা হয় এবং তাঁরা যেন সুস্থ ভাবে ঘরে ফিরতে পারেন, তার ব্যবস্থা করতে । কিন্তু পুলিশ এতদিনেও প্রয়োজনীয় পদক্ষেপ না করায় হাইকোর্ট 303 জনের অভিযোগ খতিয়ে দেখতে এই কমিটি গঠন করল ।
আরও পড়ুন : Post Poll Violence Cases : ভোট-পরবর্তী হিংসা মামলায় ঘরছাড়াদের তদন্তভার নিতে নারাজ রাজ্য মানবাধিকার কমিশন, অভিযোগ মামলাকারীদের
অন্যদিকে ভোট-পরবর্তী হিংসার মামলায় আজ পঞ্চম অগ্রগতি রিপোর্ট পেশ করেছে সিবিআই । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, 58টি নতুন মামলা দায়ের করেছে তারা ৷ যার মধ্যে 47টি মামলায় এসেছে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে । এর মধ্যে কুড়িটা মামলার তদন্ত এখনও চলছে । ছ'টা মামলা কম গুরুত্বপূর্ণ বিবেচনা করে সিট-এর হাতে ফেরত পাঠানো হয়েছে ।
ভোট-পরবর্তী হিংসায় আদালতের রায় নিয়ে সাংবাদিকদের জানাচ্ছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পাশাপাশি বিশেষ তদন্তকারী দল আদালতে জানায়, তাদের হাতে এই মুহূর্তে 35টি মামলা রয়েছে । এর মধ্যে 31টি-র চার্জশিট জমা দেওয়া হয়ে গিয়েছে ৷ একটি মামলায় একজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, আর একটির তদন্ত চলছে ।
আজ শুনানিতে রাজ্য মানবাধিকার কমিশন জানায়, কমিশন এই ঘটনায় তদন্ত করতে পারে, কিন্তু তার জন্য রাজ্য পুলিশের সহযোগিতা প্রয়োজন ৷ প্রয়োজনীয় ফান্ডের ব্যবস্থা করার নির্দেশও যেন হাইকোর্ট দেয় । সঙ্গে সঙ্গে মামলাকারী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বিরোধিতা করে বলেন, "রাজ্য মানবাধিকার কমিশনের উপর তার কোনও ভরসা নেই ৷ বরং আদালত নিযুক্ত একজন সদস্য এবং জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের নিয়ে কমিটি করা হোক ।"
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শুরুতে কমিটি গঠনের দায়িত্ব জাতীয় মানবাধিকার কমিশনের হাতেই দিয়েছিল । কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের অনুরোধক্রমে শেষ পর্যন্ত কমিটিতে রাজ্যকেও রাখার সিদ্ধান্ত নেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । কমিটিকে সব ব্যাপারে রিপোর্ট পেশ করতে হবে আদালতে ৷ তবে এখনও সেই দিনক্ষণ জানায়নি কলকাতা হাইকোর্ট ।
মামলাকারী পক্ষের আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল সাংবাদিকদের জানান, আগামিকাল থেকেই ঘরছাড়াদের ফিরিয়ে আনার কাজ আরম্ভ হবে ৷ স্থানীয় পুলিশের সহযোগিতায় তাঁদের বাড়ি ফেরাবার উদ্যোগ নেবে কমিটি ৷
আরও পড়ুন : post poll violence case: ভোট-পরবর্তী হিংসায় ঘরছাড়াদের অভিযোগ শুনতে কমিটি গঠন হাইকোর্টের