পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 27, 2023, 4:13 PM IST

ETV Bharat / state

Pakistani in Indian Army: ব্যারাকপুর সেনা ছাউনিতে পাকিস্তানি নাগরিক, মামলায় সিবিআইকে প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

ব্যারাকপুর সেনায় পাকিস্তানি নাগরিক নিয়োগ মামলায় সিবিআইকে প্রাথমিক অনুসন্ধান করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 27 জুন:ভারতীয় সেনাবাহিনীতে পাকিস্তানি নাগরিক ৷ সেই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মগরার বাসিন্দা বিষ্ণু চৌধুরী ৷ সেই মামলাতে সিবিআইকে প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । একইসঙ্গে সিআইডি তার তদন্ত চালিয়ে যাবে । সেনার সঙ্গে অন্যান্য এজেন্সিকেও তদন্তে সহযোগিতা করতে হবে । দেশের নিরাপত্তায় সবপক্ষকে একসঙ্গে কাজ করতে হবে । মঙ্গলবার এই রকমই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷

এদিন আদালতে রাজ্যের তরফে আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায় জানান, হুগলির ওই নাগরিকের অভিযোগের যথেষ্ট গুরুত্ব আছে । যা প্রমাণ পাওয়া গিয়েছে সেগুলি বেশ গুরুগম্ভীর বিষয় । সিআইডি বেশ কিছু তথ্য পেয়েছে । তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ঘটনায় অভিযুক্ত একজনকে জিজ্ঞসাবাদ করা হয়েছে । কিছু পদক্ষেপ গ্রহণ করেছে সেনা । তবে সেটা গ্রেফতার করা হয়েছে নাকি আটক, তা এখনও স্পষ্ট নয় ।

তিনি আরও বলেন, "এই ঘটনার গভীরতা কতটা সেটা বুঝতে পারছি না । উত্তর প্রদেশ, বিহার, অসম-সহ বহু রাজ্যের যোগ আছে এই ঘটনায় । আমরা ছাপাখানা চিহ্নিত করেছি। যেখানে ডমিসাইল সার্টিফিকেট-সহ জেলনথি ছাপা হয় ।"

এই মামলাতেই বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, "সিআইডি, সিবিআই ও সেনাকে দেশের নিরাপত্তার জন্য একযোগে কাজ করতে হবে । কোনওভাবে যেন সেনার সঙ্গে সিবিআই বা সিআইডির সংঘাত না হয় । কারণ এখানে মূল ঘটনা সেনার ভিতরে । সেনা ও কেন্দ্রীয় এজেন্সিগুলি একযোগে তদন্ত করবে । রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি, তাদের কাছে থাকা সমস্ত তথ্য ও নথি দিয়ে সহযোগিতা করবে সেনাকে । সিবিআই প্রাথমিক অনুসন্ধান করবে । প্রয়োজনে রিপোর্ট দিতে পারে সেনা । সিবিআই ও সিআইডিকে অগ্রগতির রিপোর্ট দিতে হবে আগামী শুনানিতে।" এই মামলার পরবর্তী শুনানি আগামী 26 জুলাই ৷

আরও পড়ুন :ভারতীয় সেনায় পাকিস্তানি ! অবৈধ নিয়োগ চক্র চালানোর অভিযোগে 2 সেনাকর্মীর বিরুদ্ধে মামলা হাইকোর্টে

প্রসঙ্গত, মগরার বাসিন্দা বিষ্ণু চৌধুরী নামে এক ব্যাক্তি কিছুদিন আগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ব্যারাকপুর সেনা ছাউনিতে পাকিস্তান নাগরিকের নিয়োগ নিয়ে ৷ তাঁর অভিযোগ, মহেশ চৌধুরী ও রাজু গুপ্ত নামে দুই ব্যক্তি, যারা ভারতীয় সেনায় টাকার বিনিময়ে র‍্যাকেট চালান । দেশের পুলিশ, প্রভাবশালী ব্যক্তি ও সেনাবাহিনীতে কর্মরত ব্যক্তিরা এই নিয়োগ সংক্রান্ত র‍্যাকেটে যুক্ত বলে অভিযোগ করেন তিনি । এমনকী ফেক ডোমিসাইল সার্টিফিকেট জোগাড় করে দেওয়া হচ্ছে । ভিনরাজ্য থেকে লোক এসে ভুয়ো সার্টিফিকেট নিয়ে যোগ দিচ্ছে । জয়কান্ত কুমার, প্রদ্যুম্ন কুমার নামে দুই পাকিস্তানি এখনও ভারতীয় সেনায় নিযুক্ত রয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি । সেই মামলাতেই বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details