কলকাতা, 2 মার্চ: 2019 সালের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে (Constable Recruitment Process To Be Continued)। নিয়োগ-প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করবে এই মামলার উপর । 21 মার্চ কলকাতা হাইকোর্টে ফের মামলাটির শুনানি হবে ।
নিয়োগে সংরক্ষণ নীতি না মানার অভিযোগে 2019 সালের রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা বাতিল করার নির্দেশ দেয় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (SAT) । স্যাটের বিচারবিভাগীয় সদস্য সৌমিত্র পালের ডিভিশন বেঞ্চ চূড়ান্ত মেধা তালিকা বা প্যানেল বাতিল করে পুনরায় প্যানেল তৈরি করার নির্দেশ দেয় । 2019 সালে 8419টি পদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড । 2020 সালের 15 অক্টোবর পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করে বোর্ড । ইতিমধ্যেই 1871 জনকে চাকরিতে নিয়োগ করে দেওয়া হয়েছে । তাঁদের ট্রেনিং চলছে ।