পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata High court Order : 2019 সালের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের - Kolkata High court Order

2019 সালের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High court Order) । এই নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর কররে মামালার উপর । বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয় ।

Kolkata High court Order
কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ

By

Published : Mar 2, 2022, 10:45 PM IST

কলকাতা, 2 মার্চ: 2019 সালের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে (Constable Recruitment Process To Be Continued)। নিয়োগ-প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করবে এই মামলার উপর । 21 মার্চ কলকাতা হাইকোর্টে ফের মামলাটির শুনানি হবে ।

নিয়োগে সংরক্ষণ নীতি না মানার অভিযোগে 2019 সালের রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা বাতিল করার নির্দেশ দেয় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (SAT) । স‍্যাটের বিচারবিভাগীয় সদস্য সৌমিত্র পালের ডিভিশন বেঞ্চ চূড়ান্ত মেধা তালিকা বা প্যানেল বাতিল করে পুনরায় প্যানেল তৈরি করার নির্দেশ দেয় । 2019 সালে 8419টি পদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড । 2020 সালের 15 অক্টোবর পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করে বোর্ড । ইতিমধ্যেই 1871 জনকে চাকরিতে নিয়োগ করে দেওয়া হয়েছে । তাঁদের ট্রেনিং চলছে ।

আরও পড়ুন :দু'সপ্তাহের জন্য শিক্ষক নিয়োগে সিবিআই অনুসন্ধান স্থগিতের নির্দেশ ডিভিশন বেঞ্চের

সেই নির্দেশের বিরুদ্ধে ইতিমধ্যেই চাকরিতে নিযুক্ত হওয়া প্রার্থীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । মূলত সংরক্ষণ নীতিতে গন্ডগোল থাকার জন্যই এই প্যানেল বাতিল করা হয়েছে । সংরক্ষিত ক্যাটেগরি ভুক্ত প্রার্থীরা জেনারেল ক্যাটাগরিতে সুযোগ পেয়ে যাওয়ার জন্যই এই প্যানেল বাতিল করা হয়েছে । কারণ সংরক্ষিত প্রার্থীরা বয়স বা অন্যান্য ক্ষেত্রে সংরক্ষণের সুযোগ পান, তাদের সংরক্ষিত সিটেই চাকরি পাওয়ার কথা । কিন্তু এই নিয়ম এখানে চূড়ান্তভাবে লংঘন করা হয়েছে বলে বলেই এই প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে স্যাট ৷ এমনটাই জানিয়েছিলেন মামলাকারীদের আইনজীবী।

প্রসঙ্গত, নিয়োগে সংরক্ষণ নীতি না মানার অভিযোগে একাধিক চাকরিপ্রার্থী মামলা দায়ের করেন স‍্যটে । উল্লেখ্য 28 জানুয়ারি স্যাড স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ tribunal-1 কনস্টেবল নিয়োগের সম্পূর্ণ মেধা তালিকা বাতিল করার নির্দেশ দিয়েছিল ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details