কলকাতা, 5 জুলাই:দক্ষিণেশ্বর ও খড়দা থানার দুটি পৃথক ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগে বিরক্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত । দক্ষিণেশ্বর থানার ওসি ও তদন্তকারী অফিসারকে কেস ডাইরি-সহ আগামী সোমবার আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন তিনি । অন্যদিকে খড়দা থানার সিসিটিভি ফুটেজ 18 জুলাই আদালতে পেশ করতে বলা হয়েছে ।
আদালত সূত্রে জানা গিয়েছে, 6 জুন রাতে দক্ষিণেশ্বর থানা এলাকায় দীপঙ্কর মিত্র নামে এক ইঞ্জিনিয়ারের বাড়িতে ঢুকে রক্তদানের অনুষ্ঠানের জন্য মোটা টাকা চাওয়া হয়। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করায় জোর করে আলমারি থেকে 12 হাজার টাকা এবং দুটি ব্ল্যাঙ্ক চেক সই করিয়ে ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ । দীপঙ্করবাবুকে মারধর করার অভিযোগও উঠেছে । তাঁকে ভরতি হতে হয় হাসপাতালে । লাগাতার ঘোরার পর ছ'দিনের মাথায় পুলিশ অভিযোগ নেয় ৷ তবে ঘটনার গুরুত্ব কমাতে হালকা ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ ৷ এমনটাই দাবি জানিয়েছেন দীপঙ্কর মিত্র । উলটে অভিযুক্তদের দিয়ে পুলিশ পালটা মামলা করায় ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বলেও অভিযোগ ।