কলকাতা, 19 জুন: ফের একবার তৃণমূলের পক্ষে জোরালো সওয়াল করলেন বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ ৷ রাজ্যের আসন্ন পঞ্চায়েত ভোটে তৃণমূল জিতবে বলেও আদালতের বাইরে সওয়াল করেন তিনি ৷ অন্যদিকে পার্থ চট্টোপাধ্য়ায়, অর্পিতা মুখোপাধ্যায়-সহ নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যান্যদের ফের 11 অগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ নগর দায়রা আদালতের। একইসঙ্গে, পার্থ চট্টোপাধ্য়ায়ের আংটি প্রসঙ্গে জেল সুপারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার যে নির্দেশ দেওয়া দিয়েছিল, তা যথাযথ পালন করা হয়নি বলে অসন্তোষ প্রকাশ করেন বিচারক ৷
নিয়োগ দুর্নীতি কাণ্ডে সোমবার প্রেসিডেন্সি জেল থেকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত দুই নেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও। এর সঙ্গেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত মানিক ভট্টাচার্যের স্ত্রী, ছেলে-সহ অয়ন শীলকেও ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় এদিন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন এরা সকলেই। এদিন আদালতে ঢোকার মুখে শান্তনু বন্দোপাধ্যায় ও কুন্তল ঘোষ দু'জনের মুখেই ফের একবার তৃণমূলের হয়ে মন্তব্য করতে দেখা যায় ৷ এমনকী পঞ্চায়েত ভোটে রাজ্যের শাসকদল ভালো ফল করবে বলেও দাবি করেন দুই বহিষ্কৃত তৃণমূল নেতাই ৷ এদিন কুন্তল বলেন, "পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতবে।"
জেলে পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আংটি ছিল ৷ সেই প্রসঙ্গে প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে পদক্ষপ নেওয়ার জন্য রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের নির্দেশ দেন বিচারক ৷ সেইসঙ্গে একটি বিস্তারিত রিপোর্ট আদলতে পেশ করার জন্যও আইজিকে নির্দেশ দিয়েছিল আদালত। এদিন আদালতে সেই রিপোর্ট পেশ করা হলেও, রিপোর্ট দেখে চরম অসন্তুষ্ট আদালত। পালটা ইডি'র আইনজীবী অভিযোগ করে বলেন, "আইজি যদি নিজের কাজ ঠিক মতো না-করতে পারেন তাহলে তাঁকে শোকজ নোটিশ দেওয়া উচিত ৷" ইডির দাবি, আইজি নিজের দায়িত্ত্ব পালন করতে ব্যর্থ ৷ তিনি তাঁর দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছেন না তাই আইজিকে আইপিএস ট্রেনিংয়ে পাঠানো উচিত বলেও আদালতে জানান ইডির আইনজীবী।
আরও পড়ুন: 'কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কাজ কমিশনের নয়', সুপ্রিম কোর্টে বলল কমিশন; মঙ্গলে শুনানি
এছাড়া,অয়ন শীলের ক্ষেত্রে আদালতে এদিন কেস ডায়েরি পেশ করে তদন্তকারী সংস্থা ৷ কিছুদিন আগেই ইডির আধিকারিকরা পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। সেই সম্পর্কিত যাবতীয় তথ্য অয়ন শীলের বিরুদ্ধে পেয়েছেন ইডির আধিকারিকরা।সেগুলোই এদিন কেস ডায়েরির মাধ্যমে পেশ করা হবে আদালতে। যদিও এদিন মামলার বিশেষ শুনানি হয়নি। 11 অগস্ট পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ শান্তনু বন্দোপাধ্যায়, অয়ন শীল, মানিক ভট্টাচার্যের স্ত্রী ও ছেলের। পার্থ চট্টোপাধায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের জন্যও একই নির্দেশ দেয় ইডির বিশেষ আদালত। তবে পার্থ চট্টোপাধ্যায় ও কুন্তল ঘোষের জামিনের আবেদনের পরবর্তী শুনানি হবে 1 জুলাই।