কলকাতা, 14 জুন :রসিকা জৈনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিচারপতি শম্পা সরকার তদন্তভার দিলেন আইপিএস দময়ন্তী সেনের হাতে ৷ আলিপুরে ব্যবসায়ী পরিবারের বধূর রহস্যমৃত্যুতে সিট (SIT) গঠনেরও নির্দেশ দিলেন বিচারপতি (Damayanti Sen charge of investigating of Rasika Jain Death Case)।
নির্দেশ দেওয়া হয়েছে যে, আইপিএস অফিসার দময়ন্তী সেনের নেতৃত্বে সাতদিনের মধ্যে সিট গঠন করতে হবে ৷ রসিকার মৃত্যুতে তাঁর শ্বশুরবাড়ির হাত ছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ । মৃতার বাবা-মায়ের অভিযোগ খতিয়ে দেখে নতুন করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছিল পুলিশ । কিন্তু দেড় বছরে তদন্তের কোনও অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন রসিকার পরিবারের তরফে সওয়ালকারী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুন :ত্রিকোণ প্রেমের বলি রসিকা ? প্রকাশ্য়ে নয়া তথ্য
2020 সালে আলিপুর থানা এলাকার বাসিন্দা কুশল জৈনের সঙ্গে বিয়ে হয় রসিকার । কিন্ত বিয়ের পর থেকেই তাঁকে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করা হতো বলে অভিযোগ ওঠে । 2021 সালের 16 ফেব্রুয়ারি বাড়ির নীচে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় রসিকা জৈনের দেহ। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় । এই ঘটনার পিছনে তাঁর শ্বশুরবাড়ির হাত রয়েছে বলে অভিযোগ তোলেন রসিকার বাবা । 2021 সালের 17 ফেব্রুয়ারি শ্বশুরবাড়ির বিরুদ্ধে আলিপুর থানায় একটি এফআইআর দায়ের করেন তাঁরা । আলিপুর নিম্ন আদালতে মামলাটি উঠলে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন রসিকার স্বামী কুশল জৈন । কিন্তু হাইকোর্ট তা খারিজ করে দেয় । কিন্তু ওই ঘটনা নিয়ে কোনও পুলিশি তৎপরতা চোখে পড়েনি । পুলিশ কোনও তদন্তও শুরু করেনি বলে অভিযোগ তোলেন রসিকার পরিবারের লোকজন ।
পাশাপাশি রসিকার স্বামীর ফোনে অন্যান্য মহিলাদের সঙ্গে নানারকম অশ্লীল কথোপকথনের বার্তাও পাওয়া গিয়েছিল । যদিও ফোন-সহ অন্যান্য জিনিসপত্রের ফরেনসিক করতে পাঠাতে হয়েছে সিএফএসএল ভোপালে । সেই রিপোর্ট এখনও আসেনি । বিচারপতি শম্পা সরকার সমস্ত কিছু খতিয়ে দেখার পর এদিন নির্দেশ দিয়েছেন এই মামলার সমস্ত তদন্ত করবেন আইপিএস দময়ন্তী সেন । উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট এর আগে বেশ কিছু ধর্ষণের মামলার তদন্তভার দময়ন্তী সেনের হাতে দিয়েছিল ।