পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC on Suvendu Adhikari: শুভেন্দুকে শিশু সুরক্ষা কমিশনের নোটিশ, স্থগিতাদেশ হাইকোর্টের - চাইল্ড রাইটস কমিশনের নোটিশ

শুভেন্দু অধিকারীকে পাঠানো চাইল্ড রাইটস কমিশনের নোটিশের উপর অন্তর্বতীকালীন স্থগিতাদেশ দিল হাইকোর্ট (Calcutta High Court) ৷ স্থগিতাদেশ দিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। মামলার পরবর্তী শুনানি তিন সপ্তাহ পর।

HC on Suvendu Adhikari
ফাইল ছবি

By

Published : Feb 3, 2023, 12:07 PM IST

Updated : Feb 3, 2023, 3:21 PM IST

স্থগিতাদেশ দিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য

কলকাতা, 3 ফেব্রুয়ারি:রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের (Child Protection Commission) বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিন নিয়ে নাম না-করে কটাক্ষ করে টুইট করার অভিযোগ উঠেছিল শুভেন্দুর বিরুদ্ধে। এই নিয়ে শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ দায়ের হয়েছিল। কমিশন নোটিশ পাঠিয়েছিল বিরোধী দলনেতাকে। এই নোটিসকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে আপিল করেছিলেন শুভেন্দু। তাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল হাইকোর্ট ৷ স্থগিতাদেশ দিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ৷ পরবর্তী শুনানি তিন সপ্তাহ পর।

নাম না-করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিনের অনুষ্ঠান নিয়ে ব্যাঙ্গ করে টুইট করেছিলেন বিরোধী দলনেতা। সেই টুইটের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানান এক মহিলা। তাঁর দাবি ছিল, যেভাবে "কয়লা ভাইপোর ছেলে "বলে কটাক্ষ করা হয়েছে তা অবমাননাকর। শিশু সুরক্ষা কমিশন শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠায় এই বক্তব্যের জবাবদিহি চেয়ে। এরপরই চাইল্ড রাইটস কমিশনের নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিনের পরই বিরোধী দলনেতাকে নোটিশ পাঠায় চাইল্ড রাইটস কমিশন। নোটিশ খারিজ করার আবেদন এবং তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে এসেছিলেন শুভেন্দু। গতকাল মামলার শুনানিতে শিশু সুরক্ষা কমিশনের তরফে আইনজীবী দেবাশিস ভট্টাচার্য বলেন, "একজনের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক একটা অনুসন্ধান করার পর শুভেন্দু অধিকারীকে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল।
কমিশনের মনে হয়েছে, শিশুর গোপনীয়তায় হস্তক্ষেপ করা হয়েছে। একটা বাচ্চার পরিচয় এইভাবে প্রকাশ করা অপমানজনক বলে মনে হয়েছে কমিশনের। এর মধ্যে দিয়ে একটা শিশুকে অসম্মান করা হয়েছে। যদিও সবটাই তদন্তের পরে আরও স্পষ্ট হবে।"

আরও পড়ুন:পঞ্চায়েত নির্বাচন নিয়ে শুভেন্দুর মামলার রায়দান স্থগিত হাইকোর্টের

কমিশনে অভিযোগ কারীর তরফে বলা হয়, "কয়লা ভাইপোর ছেলে" বলে কোথাও হাস্যকর করার চেষ্টা করা হয়েছে।" শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, "কমিশনের এই ভাবে শোকজ নোটিশ পাঠানোর অধিকারই নেই।" এরপর বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বলেন, "কে এই কয়লা ভাইপো?" এর উত্তরে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, "আমার কাছেও স্পষ্ট নয় এই বিষয়টি।" অন্যদিকে, শুভেন্দু অধিকারীর তরফে আরও এক আইনজীবী সৌম্য মজুমদার বলেন, "যখন রাজনৈতিক বিষয় জড়িত হয়ে যায় কমিশনের উচিত সেই বিষয়ে হস্তক্ষেপ না-করা। তাতে কমিশনের উদ্দেশ্য সম্পর্কেই ভুল ধারণা গড়ে ওঠে।" গতকাল বিচারপতি রায়দান স্থগিত রেখেছিলেন। আজ, অর্থাৎ শুক্রবার এই মামলার স্থগিতাদেশ দিল হাইকোর্ট ৷ সবমিলিয়ে আাগমী তিন সপ্তাহ কমিশন শুভেন্দুর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না ।

Last Updated : Feb 3, 2023, 3:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details