কলকাতা, 14 জুন:শুধু তদন্তভার দেওয়া নয়, এবার সিবিআইকে তদন্তের জন্য সময়সীমাও বেঁধে দিল আদালত। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ উঠেছে, সিবিআইয়ের তদন্ত শুরু হলেও শেষ হওয়ার নাম নেয় না। এবার সেই অনন্তকাল তদন্তের উপর রাশ টানল হাইকোর্ট । কয়লা মাফিয়া রাজু ঝা খুনের তদন্ত ভার সিবিআইকে দিয়ে একই সঙ্গে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, কয়লা মাফিয়া খুনের ঘটনার তদন্ত চার মাসের মধ্যে শেষ করতে হবে সিবিআইকে । সুতরাং হাইকোর্টের রায় থেকে স্পষ্ট, তদন্তের নামে দীর্ঘদিন ধরে মামলা ঝুলিয়ে রাখতে পারবে না সিবিআই ।
শক্তিগড় জাতীয় সড়কের উপরে ভর সন্ধ্যায় প্রকাশ্যে খুন করা হয় রাজু ঝাকে । আবদুল লতিফ নামে কয়লা মামলায় যুক্ত থাকা আরও একজন ওই গাড়িতে ছিল বলেও জানা যায় । সুতরাং সহজেই অনুমেয়, কয়লা পাচারের সঙ্গে এই খুনের কোনও যোগ থাকলেও থাকতে পারে । তাই সিবিআইয়ের অপরাধ দমন শাখার এসপিকে দ্রুত কেস ডাইরি-সহ যাবতীয় নথি হস্তান্তর করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। চারমাস পর রিপোর্ট দিতে হবে সিবিআইকে, এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।
বুধবার ব্যাবসায়ী নরেন্দ্র খারকার তরফে জানানো হয়, ইতিমধ্যে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে । এমনকী তাঁর ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। অথচ রাজ্য পুলিশ বলছে তার নামে কোনও এফআইআর নেই। খুন হওয়া ব্যাক্তি রাজু ঝা ও তাঁর স্ত্রী দুজনেই সিবিআই কয়লা পাচার মামলাযর সাক্ষী। রাজু ঝার স্ত্রী এদিন আদালতে জানান, "1 এপ্রিল শক্তিগড়ে রাজু ঝা খুন হন। অথচ সিবিআই এপ্রিলের শেষে তাঁকে কয়লা মামলায় সমন পাঠিয়েছে!" পাশাপাশি তিনি আশঙ্কা প্রকাশ করে জানান, কয়লা পাচার, গোরু পাচার মামলার ভীরে তার স্বামীর খুনের তদন্ত চাপা পড়ে যাবে।