পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC Fines Jail Super : বিকাশ মিশ্রের চিকিৎসায় আদালত অবমাননা, প্রেসিডেন্সি জেল সুপারের জরিমানা - বিকাশ মিশ্র

কয়লাপাচার কাণ্ডে বিকাশ মিশ্রকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ সেই শর্ত না-মেনে তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় ৷ এতে হাইকোর্টের নির্দেশ অবমাননা করা হয়েছে ৷ তাই প্রেসিডেন্সির জেল সুপারকে জরিমানা করল আদালত (HC fines Presidency Correctional Home Super) ৷

বিকাশ মিশ্র
কলকাতা হাইকোর্ট

By

Published : Feb 23, 2023, 1:55 PM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি: হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও জেলের হাসপাতালে না-রেখে বিকাশ মিশ্রকে বাইরের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হল কেন ? বৃহস্পতিবার এই কারণে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ প্রেসিডেন্সি জেলের সুপারকে 10 হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন ৷ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, "একটি প্রতিষ্ঠানের শীর্ষ পদাধিকারী যদি এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন, তাহলে অপরাধীরা সুযোগ পেয়ে যাবে ৷ জেলের প্রধানের এমন ভূমিকা দেখে আদালত চোখ বুজে থাকতে পারে না ৷"

প্রেসিডেন্সি জেলের সুপারকে 48 ঘণ্টার মধ্যে ওই জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ অন্যথায় 7 দিনের সাধারণ জেল হেফাজতে থাকতে হবে তাঁকে ৷ এদিন প্রেসিডেন্সি জেলের সুপার আদালতে হাজির ছিলেন ৷ রাজ্যের সবচেয়ে বড় সংশোধনাগারের দায়িত্বে আছেন তিনি ৷ সে কথা উল্লেখও করেন জেল সুপার ৷ আদালতের কাছে তিনি নিঃস্বার্থ ক্ষমা চান ৷ তা সত্ত্বেও ডিভিশন বেঞ্চ তাঁকে জরিমান দেওয়ার নির্দেশ দেয় ৷

আরও পড়ুন: কয়লাকাণ্ডে ধৃত বিকাশ মিশ্রের মেডিক্যাল রিপোর্ট সিবিআইকে দিল এসএসকেএম

গত সেপ্টেম্বরে কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) অন্যতম মূল অভিযুক্ত বিকাশ মিশ্রের জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট ৷ তবে কয়েকটি শর্ত আরোপ করেছিল আদালত ৷ এর মধ্যে তাঁর পাসপোর্ট জমা রাখা এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়টি অন্তর্ভুক্ত ছিল ৷ সিবিআই বিকাশ মিশ্রের আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে হলফনমা জমা দেয় ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, 31 অগস্ট প্রথমে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা জানান, বিকাশের শরীর সুস্থ ৷ এরপরে দু'দিন কেন্দ্রীয় হাসপাতালের চিকিৎসকেরাও একই মত জানান ৷ কিন্তু 2 সেপ্টেম্বর প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ রিপোর্ট দেয় যে, বিকাশ মিশ্র গুরুতর অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁকে সেখানে থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে না ৷

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় ক্ষুব্ধ হয় আদালত ৷ বিকাশ মিশ্রকে হাসপাতালে রেখে দেওয়ায় জেল কর্তৃপক্ষের বিরুদ্ধ আদালত অবমাননার মামলা রুজু হয় ৷ সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করেছিল ৷ সেখানে পরিষ্কার জানানো হয়, আদালতের নির্দেশ সত্ত্বেও বিকাশ মিশ্রকে জেলের বাইরে বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে ৷

আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডে শর্তসাপেক্ষে জামিন পেলেন বিকাশ মিশ্র

ABOUT THE AUTHOR

...view details