কলকাতা, 5 জানুয়ারি: সন্দেশখালিতে তদন্ত করতে গিয়ে আক্রান্ত হলেন ইডি'র আধিকারিকরা ৷ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, ইডির আধিকারিকদের এই হামলার ঘটনা নিয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করা উচিত ৷ শুক্রবার সকালে দক্ষিণ 24 পরগনার সন্দেশখালির ঘটনা নিয়ে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করেন ৷ এদিকে বিচারপতির এই মন্তব্যের সমালোচনা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "এই ঘটনা আমার জানা ছিল না ৷ যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে ইডি আধিকারিকরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করতেই পারেন ৷ রাজ্যপাল কেন ঘোষনা করছেন না যে, এ রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে ? যদি তদন্তকারীরা মার খান, তাহলে তদন্ত কীভাবে হবে ?"
বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল ৷ সেখানে স্থানীয়দের আক্রোশের মুখে পড়েন ইডি'র আধিকারিকরা ৷ মাথা ফেটে যায় ইডির এক আধিকারিকের ৷ ক্ষুব্ধ জনতার চাপে পিছু হটতে বাধ্য হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির আধিকারিকরা ৷
সন্দেশখালির বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা ৷ বেশ কয়েকটি রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করা হয় ৷ এই ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ৷ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই ঘটনার জন্য বিজেপিকেই পালটা দায়ী করেছেন ৷ সন্দেশখালির ঘটনা বিজেপির উস্কানির প্রভাবে হয়েছে বলে দাবি করেন তিনি ৷ তৃণমূলের মুখপাত্র কুণাল আরও বলেন, "বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন বিচারপতি ৷ তাঁর এধরনের রাজনৈতিক কথাবার্তা বলা উচিত নয় ৷ তাঁর বিচারপতির চেয়ার থেকে ইস্তফা দিয়ে সিপিএমে যোগ দিন ৷"
আরও পড়ুন:
- তৃণমূল নেতার বাড়িতে অভিযানে হামলা, রেশন দুর্নীতির তদন্তে রক্তাক্ত ইডি আধিকারিকরা
- সন্দেশখালির ঘটনা বিজেপির উস্কানির প্রভাবে হয়েছে, দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের
- নদিয়ায় বিজেপি কর্মীকে কুপিয়ে খুন, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে