পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে, রাজ্যপাল ঘোষণা করছেন না কেন ? সন্দেশখালি নিয়ে উদ্বেগ - West Bengal

HC over ED Attack: "রাজ্যপাল কেন ঘোষণা করছেন না, রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে ?' সন্দেশখালিতে ইডির উপর হামলা চালানোর ঘটনায় এমনই মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ৷

ETV Bharat
কলকাতা হাইকোর্ট

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 1:25 PM IST

Updated : Jan 5, 2024, 2:14 PM IST

কলকাতা, 5 জানুয়ারি: সন্দেশখালিতে তদন্ত করতে গিয়ে আক্রান্ত হলেন ইডি'র আধিকারিকরা ৷ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, ইডির আধিকারিকদের এই হামলার ঘটনা নিয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করা উচিত ৷ শুক্রবার সকালে দক্ষিণ 24 পরগনার সন্দেশখালির ঘটনা নিয়ে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করেন ৷ এদিকে বিচারপতির এই মন্তব্যের সমালোচনা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "এই ঘটনা আমার জানা ছিল না ৷ যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে ইডি আধিকারিকরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করতেই পারেন ৷ রাজ্যপাল কেন ঘোষনা করছেন না যে, এ রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে ? যদি তদন্তকারীরা মার খান, তাহলে তদন্ত কীভাবে হবে ?"

বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল ৷ সেখানে স্থানীয়দের আক্রোশের মুখে পড়েন ইডি'র আধিকারিকরা ৷ মাথা ফেটে যায় ইডির এক আধিকারিকের ৷ ক্ষুব্ধ জনতার চাপে পিছু হটতে বাধ্য হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির আধিকারিকরা ৷

সন্দেশখালির বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা ৷ বেশ কয়েকটি রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করা হয় ৷ এই ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ৷ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই ঘটনার জন্য বিজেপিকেই পালটা দায়ী করেছেন ৷ সন্দেশখালির ঘটনা বিজেপির উস্কানির প্রভাবে হয়েছে বলে দাবি করেন তিনি ৷ তৃণমূলের মুখপাত্র কুণাল আরও বলেন, "বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন বিচারপতি ৷ তাঁর এধরনের রাজনৈতিক কথাবার্তা বলা উচিত নয় ৷ তাঁর বিচারপতির চেয়ার থেকে ইস্তফা দিয়ে সিপিএমে যোগ দিন ৷"

আরও পড়ুন:

  1. তৃণমূল নেতার বাড়িতে অভিযানে হামলা, রেশন দুর্নীতির তদন্তে রক্তাক্ত ইডি আধিকারিকরা
  2. সন্দেশখালির ঘটনা বিজেপির উস্কানির প্রভাবে হয়েছে, দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের
  3. নদিয়ায় বিজেপি কর্মীকে কুপিয়ে খুন, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
Last Updated : Jan 5, 2024, 2:14 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details