পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC over Abhishek: অভিষেকের আবেদন শুনলই না ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে যাবেন নেতা? - Abhishek Banerjee High Court News

বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের বিরুদ্ধে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷ তাঁকে যেন ইডি-সিবিআই কোনও ভাবে জেরা করতে না পারে, সেই রক্ষাকবচ চাইতে ডিভিশন বেঞ্চে আপিল করেন তিনি ৷ তা এখন সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন আদালত ৷

ETV Bharat
কলকাতা হাইকোর্ট

By

Published : May 19, 2023, 12:48 PM IST

Updated : May 19, 2023, 2:19 PM IST

কলকাতা, 19 মে: আদালতে ধাক্কা খেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেন ৷ তাঁর মামলাটি নিয়ম মেনে বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে পাঠানো হয় ৷ শুক্রবার সকালে বিচারপতি সাফ জানিয়ে দেন, তাঁর পক্ষে আজ মামলাটির শুনানি করা সম্ভব নয় ৷ তাঁর কাছে সময় নেই ৷ উল্লেখ্য সোমবার থেকে কলকাতা হাইকোর্টে গ্রীষ্ণকালীন ছুটি শুরু হচ্ছে ৷ এরপর ফের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবীরা। তাঁদের দাবি ছিল, মামলার শুনানির আগে পর্যন্ত যেন অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ না নেওয়া হয়। কিন্তু প্রধান বিচারপতি কোনও নির্দেশ দিতে অস্বীকার করেন । তিনিও অবকাশকালীন বেঞ্চেই পাঠান মামলাটি।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে বিচারপতি অমৃতা সিনহা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলার শুনানিতে অভিষেকের সিবিআই জেরার নির্দেশ বহাল রাখেন ৷ পাশাপাশি তৃণমূল সাংসদ এবং প্রাক্তন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে 25 লক্ষ টাকা করে জরিমানাও করেন ৷ তার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে শুনানির জন্য বৃহস্পতিবারই ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা ৷ এর আগে বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আইনজীবীরা আবেদন করেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিজে অথবা ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করুক ৷ তবে আজ সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে ৷

বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ মামলা শুনতে না-চাওয়ায় ফের অভিষেকের আইনজীবীরা প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেন ৷ কারণ সোমবার গ্রীষ্মের ছুটি শুরুর আগে শনি-রবি দু'দিন হাতে রয়েছে ৷ এর মধ্যে অভিষেককে যেন কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখোমুখি হতে না হয় ৷

এমতাবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষের আইনজীবীরা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে বিষয়টি শোনার আর্জি জানিয়েছিলেন ৷ তবে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, এখন হাতে প্রচুর মামলা থাকায় তাঁদের পক্ষে এই মামলা শোনা সম্ভব নয় ৷ এই মুহূর্তে মামলার বিস্তারিত কিছু না-শুনে কোনও নির্দেশ দেওয়াও সম্ভব নয় ৷ প্রধান বিচারপতি জানিয়েছেন, গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে আবেদন করতে পারেন অভিষেক ৷ আর তা নাহলে ছুটি শেষে আদালত খুললে অভিষেক আবেদন জানাতে পারেন ৷ তাই মনে করা হচ্ছে, তিনি এবার সুপ্রিম কোর্টে যেতে পারেন ৷

আরও পড়ুন: বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে আপিল অভিষেকের

Last Updated : May 19, 2023, 2:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details