পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High Court: আইন অমান্য কর্মসূচি মামলায় 11 জন বিজেপি নেতাকে রক্ষাকবচ হাইকোর্টের - 11জন বিজেপি নেতাকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

আগামী 29 ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। তার আগে গঙ্গারামপুর আইন অমান্য কর্মসূচি মামলায় রক্ষাকবচ পেলেন 11 জন বিজেপি নেতা ৷ আপাতত পুলিশকে 11 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে নিষেধ করেছে হাইকোর্ট (HC directs police to take no coercive action against 11 BJP workers) ৷

Etv Bharat
কলকাতা হাইকোর্ট

By

Published : Dec 26, 2022, 5:25 PM IST

কলকাতা, 26 ডিসেম্বর: 2019 গঙ্গারামপুর আইন অমান্য কর্মসূচি মামলায় রক্ষাকবচ পেলেন 11 জন বিজেপি নেতা ৷ বিজেপি সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক মাফুজা খাতুন-সহ 11 জনকে গ্রেফতার না-করার নির্দেশ দিল হাইকোর্ট ৷ সোমবার বিচারপতি জয় সেনগুপ্ত এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের অবকাশকালীন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ মামলার পরবর্তী শুনানির আগে আপাতত পুলিশকে 11 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে নিষেধ করেছে হাইকোর্ট (HC directs police to take no coercive action against 11 BJP workers) ৷

এখন ওই বিজেপি কর্মীদের গ্রেফতার বা হেফাজতে নেওয়ার কী কারণ আছে ? আদালতে এদিন রাজ্যের কাছে জানতে চেয়েছিলেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। কিন্তু এ ব্যাপারে রাজ্য তেমন যুক্তি খাঁড়া করতে না-পারায় অবকাশকালীন (ডিভিশন) বেঞ্চের আর এক বিচারপতি জয় সেনগুপ্ত বলেন
"আমরা সুপ্রিমকোর্টের দেখানো পথেই হাঁটব ! আপাতত ওদের গ্রেফতার করা যাবে না। 11 জন বিজেপি কর্মীকে রক্ষাকবচ দেওয়া হচ্ছে । মামলার পরবর্তী শুনানির আগে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ।"

আরও পড়ুন:দার্জিলিং পৌরসভার চেয়ারম্যানের অপসারণ, নির্দিষ্ট দিনেই অনাস্থা ভোট, নির্দেশ হাইকোর্টের

2019 সালে উত্তর দিনাজপুরে গঙ্গারামপুরে আইন অমান্য কর্মসূচি নেয় বিজেপি। নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের মতো এ রাজ্যের নেতারা । তাঁরা আগেই আগাম জামিন পেয়েছেন। কিন্তু মাফুজা খাতুন-সহ 11 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ ৷ পরবর্তীতে গ্রেফতারির ভয়ে সকলেই হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে আবেদন জানিয়েছিলেন আগাম জামিনের জন্য। আগামী 29 ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। সেদিন পুলিশকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details