কলকাতা, 10 ফেব্রুয়ারি: শিক্ষক বদলির ক্ষেত্রে আজই নতুন নির্দেশিকা জারি করতে পারে রাজ্য। আদালতে শুক্রবার এমনটাই জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় । তিনি আরও জানান বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ মেনে বৃহস্পতিবার জারি হতে পারে নতুন নির্দেশিকা ৷ এজি'র কথা শুনে বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্য শিক্ষা দফতরের আইনজীবীকে বলেন, "সেই নির্দেশিকা এলেই জেলা স্কুল পরিদর্শকদের দ্রুত সেই নীতি বাস্তবায়নের জন্য তৈরি থাকতে বলুন ৷"
প্রসঙ্গত, রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক বদলি নীতি নিয়ে বারবার উষ্মা প্রকাশ করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu) ৷ যেখানে ছাত্র নেই কিন্তু প্রয়োজনের অতিরিক্ত শিক্ষক আছে, এমন স্কুল থেকে শিক্ষক অন্যত্র বদলি করার নির্দেশ দিয়েছিলেন তিনি । এমনকী কোনও শিক্ষক ফাঁকা স্কুল ছেড়ে অন্য স্কুলে যাওয়ার বিরোধিতা করলে তাঁকে বরখাস্ত করার নিদানও দিয়েছিলেন বিচারপতি । বিচারপতি বিশ্বজিৎ বসু পর্যবেক্ষণ ছিল, "সবাই বাড়ির পাশে বদলি চাইলে স্কুল চলবে কী করে ?"