তদন্তের নির্দেশ হাইকোর্টের কলকাতা, 21 এপ্রিল:অয়ন শীল মামলায় এবার সিবিআইকে অভিযোগ দায়ের করে তদন্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশে জানিয়েছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে ইডি পৌরসভার নিয়োগেও দুর্নীতির আঁচ পেয়েছে । সেখানেও অয়নের মতো মিডিলম্যানরা যুক্ত ৷ যার জেরে, নতুন করে অভিযোগ দায়ের করে শুক্রবার সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিল আদালত ৷
নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তে নেমে অয়ন শীলের হদিশ পায় ইডি ৷ এরপর তাঁর সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে রাজ্যের একাধিক পৌরসভায় নিয়োগের নথি এবং তথ্য হাতে আসে ইডির ৷ এরপরই ইডির দাবি, অয়ন শুধু নিয়োগ দুর্নীতি নয়, রাজ্যের বেশ কিছু পৌরসভার নিয়োগ দুর্নীতির সঙ্গেও যুক্ত ৷ এবার এর তদন্ত করতেই আলাদা করে নতুন এফআইআর দায়ের করার প্রয়োজন বলে সিবিআইয়ের দাবি ৷ তাতে এদিন সম্মতি দিয়েছে আদালত । সেক্ষেত্রে আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, একই লোক এই দুই নিয়োগ দুর্নীতির সঙ্গেই যুক্ত ।
এদিন আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, দুটি নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই যাতে কোনও বাধার সম্মুখীন না হয় তার জন্য আলাদা এফআইআর দায়ের করতে পারে । নির্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সিবিআইকে প্রাথমিক তদন্তের বিষয়ে আগামী 28 এপ্রিল জানাতে হবে হাইকোর্টকে । পাশাপাশি আদালত এদিন, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজি) ও রাজ্যের মুখ্যসচিবকে তাঁদের সমস্ত বিভাগকে নির্দেশ দিতে বলা হয়েছে সিবিআই এবং ইডির সঙ্গে সহযোগিতা করতে । এদিন শুনানিতে সিবিআইয়ের তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, "সব কিছু একই । সেই জন্য এই মামলায় আমরা নতুন করে এফআইআর দায়ের করে তদন্ত করতে চাই ।"
আরও পড়ুন: অভিষেক উত্তরবঙ্গে আসছেন শুনেই তৃণমূলের অপরাধ শুরু, কালিয়াগঞ্জ ধর্ষণ ও খুনে অভিযোগ সুকান্তর
বঞ্চিত চাকরিপ্রার্থীদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর্জি জানান, সিবিআই যাতে স্বচ্ছন্দে তদন্ত করতে পারে পৌরসভার নিয়োগেও তার জন্য অভিযোগ করার করার প্রয়োজন হলে আদালত তাতে সম্মতি দিক । দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "সাধারণ মানুষ 10 হাজার টাকা রোজগার করতে গিয়ে রীতিমতো যুদ্ধ করছে আর রাজনৈতিক নেতাদের থেকে যখন তখন 50 থেকে 40 কোটি টাকা বেরিয়ে আসছে । এই টাকার মালিক সাধারণ মানুষ ৷" পাশাপাশি এদিন শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, "সিবিআই এখন অনেক অ্যাক্টিভ হয়েছে । তবে সিবিআইয়ের থেকে ইডি অনেক স্মার্টভাবে কাজ করছে ৷"