কলকাতা, 28 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুতে শুভেন্দু অধিকারীর জনস্বার্থ মামলায় ক্ষুব্ধ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ মামলা প্রত্যাহার না করলে, আদালতই তা খারিজ করে দেবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ এ দিন মামলার শুনানিতে তিনি শুভেন্দুর আইনজীবীকে প্রশ্ন করেন, ‘‘সংবাদপত্রের খবরের ভিত্তিতে মামলা করেছেন ?’’
আজ মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম শুভেন্দু অধিকারীর আইনজীবীর উদ্দেশ্যে বলেন, "সংবাদপত্রের রিপোর্টের ভিত্তিতে মামলা করেছেন ? ঘটনাস্থলের কোনও খবর সেখানে গিয়ে আপনারা নিয়েছেন ? পুলিশ ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে এই ঘটনায় ৷ তাছাড়া একাধিক মামলা দায়ের হয়েছে একই বিষয়ে ৷ এই মামলা আপনারা প্রত্যাহার করবেন ? নাহলে আমরাই তা খারিজ করে দেব ৷"
এ দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিং এবং ছাত্রমৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে প্রায় 8টি মামলা দায়ের হয়েছে ৷ এগুলির মধ্যে বেশ কয়েকটি মামলার শুনানি আগামী 5 সেপ্টেম্বর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হবে ৷ এর বাইরে যাদবপুর ইস্যুতে আজ মোট চারটি মামলার শুনানি ছিল ৷ তার মধ্যে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা ছাড়া, সবক’টি মামলাই খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি ৷ ক্ষুব্ধ প্রধান বিচারপতি মন্তব্য করেন, "একই বিষয়ে একাধিক মামলা শুনতে হলে, মূল বিষয়টাই অস্পষ্ট হয়ে যাবে ৷ আদালত শুধুমাত্র প্রধান কয়েকটি মামলাই শুনবে ৷"