কলকাতা, 10 মে:বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় দুর্ঘটনায় পুলিশ আদালতের নির্দেশ যথাযথভাবে পালন করছে কি না, তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট ৷ সেইসঙ্গে, বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ স্থগিত রাখা হবে কি না, সেই বিষয়টিও আদালত খতিয়ে দেখবে বলে জানান বিচারপতি ৷
চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় যুবকের ৷ সেই ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করা হলেও পরে আদালত তাকে জামিন দেয় ৷ এরপরই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই মামলাতে বুধবার বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চ জানায়, পুলিশ হাইকোর্টের দেওয়া নির্দশ পালন করছে কিনা তা জানতে চায় আদালত ৷ সেই সঙ্গে, এদিন বিচারপতি পর্যবেক্ষণে জানিয়েছেন, আপাতত দু'টি বিষয় তিনি দেখবেন। যার মধ্যে প্রথমটি হল, বিচারপতি শিবকান্ত প্রসাদের দেওয়া নির্দেশ কার্যকর হল কি না এবং দ্বিতীয়ত, এফআইআর স্থগিত করা হবে কিনা ৷ বিচারপতি বলেন, "এই দু'টি বিষয় বিচার করব।"
বিচারপতি মান্থা অন্য মামলায় নির্দেশ দিয়েছিলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও রকম এফআইআর দায়ের করতে হলে পুলিশকে হাইকোর্টের অনুমতি নিতে হবে। কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে শুভেন্দুর কনভয়ের একটি গাড়ির সঙ্গে এক সাইকেল আরোহীর ধাক্কা লাগে। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত্যু বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এমনকী ঘটনাকে কেন্দ্র করে আসরে নামে তৃণমূলও ৷ তৃণমূলের তরফে সরাসরি শুভেন্দুর বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয় ৷ পরে সিআইডি এই ঘটনার তদন্ত শুরু করে। যদিও ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। এদিন শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, "জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া শুভেন্দু অধিকারীকে নিয়ে বিচারপতি শিবকান্ত প্রসাদ নির্দেশ দিয়েছিলেন, ম্যানুয়াল মেনে বিরোধী দলনেতার যাবতীয় নিরাপত্তা দিতে হবে। সেখানে কী কী ব্যবস্থা থাকবে তাও বিস্তারিত বলা আছে। রুট লাইনিং, পাইলট কার ওয়াচার, সিকিউরিটি ট্রেন্ড ড্রাইভার, সভার জায়গায় নিরাপত্তা দেখার মতো নজরদারির ব্যাবস্থা রাজ্য করবে। কেন্দ্রীয় বাহিনী পাহারা দেবে।"