পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ধর্ষণের হুমকি, হাইকোর্টে মামলা হাসিন জাহানের - Facebook post of hasin jahan

রামমন্দিরের ভূমি পুজোর দিন অভিনন্দন জানিয়ে ফেসবুক পোস্ট করায় হাসিন জাহানের বিরুদ্ধে ধর্ষণের হুমকি । কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হাসিন জাহান।

কোর্ট
কোর্ট

By

Published : Sep 14, 2020, 4:45 PM IST

কলকাতা 14 সেপ্টেম্বর: ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ধর্ষণের হুমকি । অভিযোগ জানানোর পরও কোনও ব্যবস্থা না নেওয়ায় কলকাতা হাইকোর্টে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা দায়ের করলেন মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান ।

গত 5 আগস্ট রাম মন্দিরের ভূমি পুজোর দিন হাসিন জাহান ফেসবুক, ইনস্টাগ্রামে হিন্দুদের অভিনন্দন জানিয়ে একটি পোস্ট করেন । এই পোস্টটি করার পর ফেসবুক ,ইনস্টাগ্রামে তাঁকে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া ম্যাসেজ আসতে থাকে । এমনকী মুসলিম সম্প্রদায়ের কাছে তাঁকে ক্ষমা চাইতেও বলা হয় । নিরাপত্তার অভাবে বাড়ির বাইরে পা রাখা কার্যত বন্ধ হয়ে যায়। বিষয়টি জানিয়ে লালবাজার সাইবার ক্রাইমে হাসিন জাহান 9 অগাস্ট অভিযোগ জানান । লালবাজার থেকে 11 ই অগাস্ট হাসিনকে ডেকে পাঠানো হয় । সেই খবর সংবাদমাধ্যমে প্রকাশ হতেই আরও বেশি হুমকির মুখে পড়তে হয় তাঁকে। নিরাপত্তার জন্য 11 অগাস্ট ফের হাসিন আবেদন জানান লালবাজার পুলিশ কমিশনারের কাছে । কিন্তু কোনও সুরাহা হয়নি । 28 অগাস্ট বিভিন্ন মেইল ও ফোন নম্বর পুলিশকে দিলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ । আজ কলকাতা হাইকোর্টে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা দায়ের করেন হাসিন।

হাসিন জাহানের আইনজীবী আশিস কুমার চৌধুরি জানান, "ভারতীয় সংবিধানের 25, 26, 27ও 28 ধারায় ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে ঘোষণা করা হয়েছে । প্রতিটি নাগরিকের যে কোনও ধর্মের বিষয়ে এবং ধর্মকে সম্মান জানিয়ে স্বাধীন মতামত প্রকাশ করার অধিকার রয়েছে । প্রত্যেক ব্যক্তি যাতে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেন সেই সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। হাসিন জাহান তাঁর স্বাধীন মতামত প্রকাশ করেছিলেন। তার জন্য তাঁকে সোশাল মিডিয়ায় অনবরত ধর্ষণ ও খুনেই হুমকি দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে পুলিশকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে এই দাবিতে আজ মামলাটি করা হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details