কলকাতা, 13 এপ্রিল :বগটুইয়ের পর এ বার হাঁসখালির (Hanskhali Rape Murder) ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব (BJP fact finding committee)। কমিটিতে বিজেপির 5 মহিলা নেত্রী থাকছেন । বিজেপির সূত্রে এই খবর জানা গিয়েছে ৷ 5 সদস্যের মহিলা টিম নদিয়ার হাঁসখালিতে নির্যাতিতার বাড়ি পরির্দশন করবে । এরপর দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রিপোর্ট জমা দেবে (BJP sending fact finding committee)।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, পাঁচ সদস্যের প্রতিনিধি দলে থাকছেন উত্তরপ্রদেশের সাংসদ রেখা বর্মা, যোগীরাজ্যের মন্ত্রী বেবিরানি মৌর্য, তামিলনাড়ুর বিধায়ক ভি শ্রীনিবাসন, মহারাষ্ট্রের নেত্রী খুশবু সুন্দর এবং বাংলার বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী । দিল্লি সূত্রে জানা গিয়েছে, হাঁসখালিতে গিয়েই বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল এলাকার স্থানীয়দের সঙ্গে কথা বলবে । স্থানীয় থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলবে । তার আগে বগটুই কাণ্ডেও একই রকম কমিটি গড়েছিল বিজেপি । বগটুইয়ের ঘটনা নিয়ে বিজেপির সেই কমিটি দিল্লিতে জেপি নাড্ডাকে রিপোর্ট জমা দিয়েছে ।