পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SSKM-এর শৌচাগারে রোগীর ঝুলন্ত দেহ - patient death in SSKM

SSKM-এর কার্ডিয়ো বিভাগের শৌচাগার থেকে উদ্ধার ঝুলন্ত দেহ । আজ ভোরে দেহটি দেখতে পান নার্সরা । অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ ।

ছবিটি প্রতীকী

By

Published : Jul 15, 2019, 2:36 PM IST

কলকাতা, 15 জুলাই : SSKM-এর কার্ডিয়ো বিভাগের শৌচাগার থেকে উদ্ধার ঝুলন্ত দেহ । আজ ভোরে দেহটি দেখতে পান নার্সরা । দরজা থেকে গলায় গামছা জড়ানো অবস্থায় ঝুলছিল দেহটি । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । তাদের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন । অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, 1 জুলাই SSKM-এর কার্ডিয়ো থোরাসিক ভাসকুলার সায়েন্সের ওয়ার্ডে ভরতি হন কার্তিক মিস্ত্রি (56) নামে ওই ব্যক্তি । গতকাল মাঝরাত থেকে ওয়ার্ডে তাঁকে দেখতে না পেয়ে নার্স এবং ওয়ার্ডবয়দের খবর দেন পাশের রোগীরা । এরপরই খোঁজাখুঁজি শুরু করেন হাসপাতাল কর্মীরা । অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ভোর রাতে শৌচাগারে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ ।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থান থেকে কোনও সুইসাইড নোট মেলেনি । হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেয়নি । শনিবার বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে উদ্ধার হয়েছিল ঝুলন্ত দেহ । ফের আজ এমন ঘটনায় রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । কীভাবে একা একা রোগী বেড থেকে উঠে গিয়ে দীর্ঘক্ষণ বাইরে থাকছে ? প্রশ্ন তুলছেন রোগীর আত্মীয়রা ।

ABOUT THE AUTHOR

...view details