পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Body found : বাইপাসে বিজ্ঞাপনের হোর্ডিংয়ে ঝুলন্ত দেহ উদ্ধার - বাইপাসে ঝুলন্ত দেহ উদ্ধার

বুধবার সকালে হোর্ডিং থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয় ইএম বাইপাসের ধার থেকে ৷ মৃতের পরিচয় জানা যায়নি ৷

Body Recovered
বাইপাসে বিজ্ঞাপনের হোর্ডিংয়ে ঝুলন্ত দেহ উদ্ধার

By

Published : Nov 17, 2021, 11:57 AM IST

কলকাতা, 17 নভেম্বর : বুধবার সাত সকালে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল বাইপাসে। তাও আবার একটি বিজ্ঞাপনের হোর্ডিংয়ে। ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দান থানা এলাকার ইএম বাইপাসের ধারে। অজ্ঞাত পরিচয় ওই ব্য়ক্তির দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, এদিন সকালে পথচারীদের চোখে পড়ে ইএম বাইপাসের ধারে একটি বিজ্ঞাপনের হোর্ডিংয়ে এক ব্যক্তির দেহ ঝুলছে। এরপর খবর যায় প্রগতি ময়দান থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে ওই বিজ্ঞাপনের হোর্ডিংয়ের উপর থেকে ঝুলন্ত দেহটি উদ্ধার করে। গলায় একটি ওড়না জড়ানো অবস্থায় ওই হোর্ডিংয়ে ঝুলছিল ওই ব্যক্তির দেহ।

আরও পড়ুন : Crime : শিলিগুড়িতে পুলিশের হেফাজত থেকে পালিয়েও ফের ধরা পড়ল দুই অভিযুক্ত

পুলিশ মৃতের নাম পরিচয় জানার চেষ্টা করছে ৷ পুলিশ সূত্রের খবর, মৃতের দেহের বাইতে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। কী কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ। ইতিমধ্যেই প্রগতি ময়দান থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details