কলকাতা, 4 ডিসেম্বর : জয়ের হ্যাটট্রিক পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে দিলেও চিন্তার ভ্রুকূটি আন্তেনিও লোপেজ় হাবাসের কপালে । রয় কৃষ্ণের শেষ মুহূর্তের গোলে ওড়িশা এফসি-র বিরুদ্ধে জয় পেয়েছে এটিকে মোহনবাগান । তিরির ফ্রিকিক সন্দেশ ঝিঙ্গান হেড করে বাড়িয়ে দিলে তা ফের জালে পাঠান রয় কৃষ্ণ । পরপর তিন ম্যাচে কঠিন পরিস্থিতির মধ্যেও ফিজির স্ট্রাইকারের গোলসন্ধানী বুট গোলের রাস্তা খুঁজে পাওয়ায় আশার আলো দেখছেন এটিকে-মোহনবাগানের হেডস্যার । কারণ, জয়ের আলো শিবিরজুড়ে থাকলেও আশঙ্কার সিঁদুরে মেঘও রয়েছে ।
দলের একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলার চোটের কারণে মাঠের বাইরে । জবি জাস্টিন চোট পেয়ে টুর্নামেন্ট শুরুর আগেই বাইরে । প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামলেও চোট পেয়ে বাইরে বেরিয়ে গিয়েছিলেন মাইকেল সোসাইরাজ । তার চোট এতটাই গুরুতর যে চলতি আইএসএলে তাকে পাওয়া যাবে না । চোটের তালিকায় এডু গার্সিয়া । গত দুই ম্যাচ তাকে দলে রাখা যাচ্ছে না । একই অবস্থা ডেভিড উইলিয়ামসেরও ।" এডু গার্সিয়া, সোসাইরাজ, ডেভিড উইলিয়ামসের চোট রয়েছে । তাই ওদের খেলানো যাচ্ছে না । আশা করি, এডু এবং উইলিয়াস দু'জনেই দ্রুত মাঠে ফিরবে । ওরা দলের গুরুত্বপূর্ণ ফুটবলার," বলেছেন হাবাস ।