কলকাতা, 26 নভেম্বর : কেরালা কাটা উপড়ে ফেলার পরে ISL-র প্রথম ডার্বিতে জয়ের অভিঞ্জানের খোঁজে আন্তেনিও লোপেজ় হাবাস । বলা হয় বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে । হাবাস সুন্দর ATK-মোহনবাগানের ডাগআউটে । দুবার ISL ট্রফি ঘরে তোলার কৃতিত্ব তাঁর মুকুটে । এবার বাড়তি সংযোজন হবে যদি ডার্বি জয়ের কৃতিত্ব অর্জন করতে চান হাবাস । কাল তিলক ময়দানে SC ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্র্যাড ইনমানের তথ্যের উপর নির্ভর করছেন তিনি । প্রতিপক্ষ ডাগআউটে রবি ফাওলারের মত কিংবদন্তি ফুটবল ব্যক্তিত্বের উপস্থিতি সবসময় বাড়তি চাপ । ম্যাচের আগে তাই ফাওলারের প্রাক্তনী ব্র্যাড ইনমানের কাছ থেকে বাড়তি তথ্য যোগাড়ের চেষ্টায় সবুজ মেরুনের স্প্যানিশ হেডস্যার । তাই বলেছেন, "ফাওলার অস্ট্রেলিয়ার ব্রিসবেন রোতে কাজ করেছেন । আমি ওর কাজের ধরন, আচরণ, কৌশল নিয়ে একটা আভাস পেতে চেয়েছিলাম ।"
এখানেই শেষ নয় । "আমার পক্ষে এটা কোনও অ্যাডভান্টেজ নয় । হতে পারে এটা ভালো হয়েছে, আমরা একটা ম্যাচ খেলেছি । ইস্টবেঙ্গলের পক্ষেও ভালো হবে । প্রতিযোগিতায় এই ধরনের পরিস্থিতি আমাদের মানিয়ে নিতে হবে," বলছেন হাবাস। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেলেও লেফট ব্যাক সোসাইরাজ় চোটের কারণে ATK-মোহনবাগান থেকে ছিটকে গিয়েছেন । ফলে ডার্বিতে শুভাশিস বসু শুরু করবেন । তবে প্রথম একাদশ বেছে নেননি হাবাস । এ ব্যাপারে তিনি ম্যাচের দিন ফুটবলারদের সঙ্গে কথা বলে ঠিক করতে চান । "ম্যাচের আগে ফুটবলারদের সঙ্গে কথা বলব । ম্যাচের কৌশল বলার সময় প্রথম একাদশ বেছে নেব," মন্তব্য সবুজ মেরুন কোচের ।