পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ থেকে খুলছে জিম, যোগকেন্দ্র ; কী নিয়ম মানতে হবে ? - gym-yoga center is opening from tomorrow

আজ থেকে খুলছে জিম ৷ তবে স্বাস্থ্যবিধি মেনেই মিলবে প্রবেশ অনুমতি ৷ কী সেই স্বাস্থ্যবিধি ? দেখে নিন এক নজরে ৷

জিম ও যোগকেন্দ্র
জিম ও যোগকেন্দ্র

By

Published : Aug 6, 2020, 3:09 AM IST

কলকাতা, 6 অগাস্ট : আজ থেকে রাজ্যে খুলছে জিম ও যোগ সেন্টারগুলি ৷ কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকা অনুযায়ী আনলক তিন শুরু হওয়ার পর বুধবার থেকে খোলার কথা ছিল রাজ্যের জিম ও যোগ সেন্টারগুলির ৷ কিন্তু রাজ্যে বুধবার লকডাউন জারি হওয়ায় আজ থেকে খুলতে চলেছে জিম ও যোগ সেন্টার ৷ তবে মানতে হবে স্বাস্থ্যবিধি ৷

অনেক দিন থেকেই রাজ্যগুলিকে ধাপে ধাপে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনার কাজ চালাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক । কোরোনা ভাইরাস মোকাবিলায় প্রায় পাঁচমাস ধরে বন্ধ ছিল জিম ও যোগ সেন্টারগুলি । অবশেষে স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে খুলছে জিম ও যোগ সেন্টারগুলি৷ শহরের একটি নামকরা ফিটনেস ও যোগ কেন্দ্রের কর্ণধার সৌমেন দাস বলেন, " প্রায় পাঁচমাস লকডাউনের পর আবার জিম ও যোগকেন্দ্রগুলি খুলছে। আমরা বিষয়টি নিয়ে অত্যন্ত উৎসাহিত। তবে সেন্টারের নিয়মের পরিবর্তন হয়েছে বিস্তর। উপভোক্তাদের সুরক্ষা এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখেই নতুন করে একাধিক নিয়মরীতি জারি করা হয়েছে।"

এক নজরে স্বাস্থ্যবিধির তালিকা

যোগকেন্দ্র ও জিমে ঢোকার আগেই থার্মাল গান দিয়ে মাপা হবে শরীরের তাপমাত্রা ৷ তারপর স্যানিটাইজ়ার দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে । যদি কোনও ব্যক্তির সর্দি-কাশি বা জ্বর থাকে সেক্ষেত্রে তাঁকে সেখান থেকেই বাড়ি ফেরত পাঠানো হবে। সেই সঙ্গে জিম ও যোগকেন্দ্রগুলিতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রতি ক্লাসে কমিয়ে আনা হয়েছে উপভোক্তাদের সংখ্যা ৷ সৌমেন দাস বলেন, " আগে যেখানে বড় কেন্দ্রগুলিতে একসঙ্গে 15 থেকে 20 জন ক্লাস করত । এখন সেখানে সাত থেকে আটজন একসঙ্গে ক্লাস করবে। ছোটো শাখাগুলিতেও পরিবর্তন ঘটানো হয়েছে ৷ এখন থেকে ছোটো শাখাগুলিতে চার থেকে পাঁচজন একসঙ্গে ক্লাস করবে ৷" উভয়ের মধ্যে 13 ফিট দূরত্ব বজায় রেখার ব্যবস্থা করা হয়েছে। বন্ধ থাকছে এসি। সেই সঙ্গে উপভোক্তাদের নিজেদের ম্যাট, তোয়ালে ও খাবার জল নিয়ে যেতে হবে যোগকেন্দ্রে।

স্বাস্থ্যবিধি মেনেই মিলবে প্রবেশ অনুমতি ৷ কী সেই স্বাস্থ্যবিধি ?

আজ থেকে ক্লাস শুরু হওয়ার পর দুটি ক্লাসের মধ্যে কমপক্ষে 30 মিনিটের ব্যবধান রাখা হবে। সেই সঙ্গে কমিয়ে আনা হয়েছে ক্লাসের সময় ৷ জিম খোলার আগে সরকারি নিয়ম মেনে পুরো সেন্টার স্যানিটাইজ় করা হবে। সেই সঙ্গে উপভোক্তাদের জিমে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে বলে জানান শহরের আর এক জিমের কর্ণধার কৌশল শর্মা ৷

ABOUT THE AUTHOR

...view details