পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শেষ ইচ্ছা অনুসারেই গান স্যালুট নয় শেষকৃত্যে - শেষ ইচ্ছা অনুসারেই দেওয়া হবে না গান স্যালুট

মৃত্যুর সময় তাঁর স্ত্রীকে শেষ ইচ্ছায় জানিয়েছিলেন তিনি যদি করোনা আক্রান্ত হয়ে মারা যান তাহলে যেন তাঁকে গান স্যালুট না দেওয়া হয় ।

শেষ ইচ্ছা অনুসারেই গান স্যালুট নয়
শেষ ইচ্ছা অনুসারেই গান স্যালুট নয়

By

Published : Apr 21, 2021, 2:01 PM IST

কলকাতা, 21 এপ্রিল : যদি আমার কোভিডে মৃত্য়ু হয়, তাহলে যেন গান স্যালুট না দেওয়া হয় ৷ কবির শেষ ইচ্ছা অনুসারেই দেওয়া হবে না গান স্যালুট ৷

করোনার থাবায় ফের নক্ষত্র পতন ৷ আজ সকালেই করোনা কেড়ে নেয় কবি শঙ্খ ঘোষকে ৷ তাঁর বয়স হয়েছিল 89 বছর । তবে করোনা প্রোটোকল মেনেই হবে তাঁর শেষকৃত্য । কলকাতা পৌরনিগমের তরফে শববাহী গাড়িতে কবির নিথর দেহ নিয়ে যাওয়া হবে । বাসস্থান উল্টোডাঙার বিদ্যাসাগর আবাসন থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে । তারপর লোকচক্ষুর আড়ালেই প্রোটোকল মেনেই হবে অন্তিম সৎকার ৷ প্রিয় সাহিত্যিককে শ্রদ্ধা জ্ঞাপন করতে, শেষবারের মতো দেখার অনুমতি দেওয়া হয়নি সাধারণকে ।

কী বললেন ফিরহাদ হাকিম

আরও পড়ুন : যে মুখ কখনও বিজ্ঞাপনে ঢাকেনি...

মৃত্যুর সময় তাঁর স্ত্রীকে শেষ ইচ্ছায় জানিয়েছিলেন তিনি যদি করোনা আক্রান্ত হয়ে মারা যান তাহলে যেন তাঁকে গান স্যালুটে বিদায় না দেওয়া হয় । এদিন পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম আসেন শঙ্খ ঘোষের বাড়িতে । আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলে তিনি জানিয়েছেন, শেষ ইচ্ছাকে সম্মান জানিয়েই গান স্যালুট দেওয়া হবে না । কলকাতা পৌরনিগমের তরফ থেকেই শববাহী গাড়ি আনা হবে এবং কোভিড প্রোটোকল অনুযায়ী তাঁর দেহ দাহ করা হবে । পরিবারের 4 সদস্য শুধু যেতে পারবেন শ্মশানে ।

ABOUT THE AUTHOR

...view details