কলকাতা, 5 ফেব্রুয়ারি: ইতিমধ্যেই কলকাতা বইমেলায় থিম কান্ট্রি হিসাবে দেখা গিয়েছে বাংলাদেশকে । তবে বাংলাদেশে এখনও সেরকম কোনও উদ্যোগ দেখা যায়নি । এরইমধ্যে কলকাতা বইমেলার (Kolkata Book Fair) ডাক পড়েছে সুদূর স্পেনে । তবে যে দেশের সঙ্গে এত মিল ভারতের, সেই দেশে কেন হচ্ছে না কলকাতা বইমেলা? শনিবার 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় পালিত হল বাংলাদেশ দিবস । সেখানেই এই প্রশ্ন তুললেন গিল্ড পাবলিশার্সের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় ।
এ দিনের অনুষ্ঠানে গিল্ড পাবলিশার্সের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, "আমরা স্পেনের থেকে নিমন্ত্রণ পেয়েছি । তবে এখনও বাংলাদেশ থেকে আমাদের ডাকা হয়নি । আমরা অনুরোধ করছি যদি ঢাকা শহরে একটা কলকাতা বইমেলা করা সম্ভব হয়, তাহলে ভালো হয় । এর ফলে দুই দেশের পাঠক এবং লেখকদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে । আর ঢাকায় বইমেলা হলে ভারত থেকে যাওয়া পাবলিশার্সদের অনেক সুবিধা হবে । কারণ ওই দেশের দূরত্ব কম, ওটাই সব থেকে কাছে ।"
তবে বইমেলা করার বিষয়ে আশ্বাস দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতির সহ-সভাপতি মাজহারুল ইসলাম । তিনি বলেন, "কোভিডের আগে আমরা এই ধরণের উৎসবের কথা ভেবেছিলাম । এপার বাংলার 50 এবং ওপর বাংলার 50টি পাবলিশার্স মিলে আমরা এই বইমেলার পরিকল্পনা নিয়েছিলাম । তবে সেটা করোনার জন্য আটকে গিয়েছিল । কিন্তু আমরা আবার এই জিনিসটা করার পরিকল্পনা নিয়েছি ।"
কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবার এসেছে বাংলাদেশের প্রায় 70টি প্রকাশনা সংস্থা । বইপ্রেমীদের কাছে কোনও দেশের ভেদাভেদ নেই, তাই উপচে পড়ছে বাংলাদেশে স্টলে ভিড় । সেই চিত্র দেখেই বিক্রেতা সমিতির সহ-সভাপতি মাজহারুল ইসলাম গিল্ডকে অনুরোধ করেছেন আগামিবর্ষে যাতে তাদের জন্য 5000 স্কয়ার ফুট জায়গা বরাদ্দ করা হয় । তবে সেই অনুরোধ কতটা সম্ভব হবে তা নিয়ে উঠছে প্রশ্ন । কারণ গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে জানান, বাংলাদেশের বই মানুষ ভালোবাসে পড়তে । প্রতিবছরই বাংলাদেশের স্টলে প্রচন্ড ভিড় দেখা যায় । তবে এ দেশেও দিনের পর দিন প্রকাশকের সংখ্যা বাড়ছে । এ বছরে দেশের তরফে নতুন 68টা স্টল দেওয়া হয়েছে । ফলে জায়গা বাড়ানো কতটা সম্ভবপর হবে, তা গিল্ডকে ভেবে দেখতে হবে ।
আরও পড়ুন:মাদ্রিদ বইমেলায় থিম কান্ট্রি হিসেবে আমন্ত্রণ পেল ভারত