পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউন উঠলেই শুরু উচ্চমাধ্যমিকের মূল্যায়ন প্রক্রিয়া, জারি নির্দেশিকা - লকডাউন

10 জুনের পর উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলি হওয়ার কথা । উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা যাচ্ছে, পরীক্ষা শেষ হওয়ার পর ফল প্রকাশ করতে ন্যূনতম 60 দিন লাগবেই বলে ।

নির্দেশিকা
নির্দেশিকা

By

Published : Apr 27, 2020, 4:33 PM IST

কলকাতা, 27 এপ্রিল: লকডাউন উঠলেই তড়িঘড়ি হয়ে যাওয়া পরীক্ষারগুলির উত্তরপত্র মূল্যায়নের প্রক্রিয়া চালু করতে উদ্যোগী হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । সংসদের প্রধান দপ্তর থেকে রাজ্যের চারটি আঞ্চলিক দপ্তরে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে । নির্দেশিকায় বলা রয়েছে, 4 থেকে 15 মে-র মধ্যে রেলস্টেশন, পুলিশ স্টেশন এবং ট্রেজারি থেকে আঞ্চলিক অফিসগুলি উত্তরপত্র সংগ্রহ করবে । প্রত্যেক গাড়িতে সংসদের অনুমোদিত কর্মী ও দু’জন করে পুলিশ থাকবেন । সংগৃহীত উত্তরপত্রগুলি প্রধান পরীক্ষকদের কাছে পাঠাতে হবে 4 মে থেকে 10 জুনের মধ্যে । উত্তরপত্র সংগ্রহ ও বিতরণের জন্য প্রয়োজনীয় গাড়ি, কর্মী ও অন্যান্য ব্যবস্থার জন্য সংসদ সভাপতির অনুমোদন নিতে হবে ।

কোরোনা-আবহে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত করে দেওয়া হয় মাঝপথেই । বাকি থাকা তিনদিনের পরীক্ষা জুন মাসে হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু, পরিস্থিতির কারণে যে পরীক্ষাগুলি হয়ে গেছিল সেগুলোর মূল্যায়ন প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি । শিক্ষকরা লকডাউনের কারণে গৃহবন্দী থাকলেও উত্তরপত্র তাঁদের কাছে না পৌঁছায়নি । ফলে তাঁরা উত্তরপত্র মূল্যায়ন করতে পারছেন না । এমনিতেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ কবে হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে । এর মধ্যে আগামী 3 মে যদি লকডাউন ওঠে তাহলে একদিন পরই অর্থাৎ 4 মে থেকে হয়ে যাওয়া পরীক্ষাগুলির উত্তরপত্র মূল্যায়নের প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । কীভাবে উত্তরপত্র সংগ্রহ ও বিতরণের কাজ হবে সেই বিষয়ে সংসদের আঞ্চলিক দপ্তরগুলিতে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে ।

নির্দেশিকায় প্রধান পরীক্ষকদের উত্তরপত্র পাওয়ার পাঁচদিনের মধ্যে পরীক্ষকদের হাতে তা তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । পরীক্ষকদের নিয়ে কোনও বৈঠক করা যাবে না । সর্বাধিক 5 জন পরীক্ষক নিয়ে এক একটি ব্যাচ করে উত্তরপত্রগুলি বিতরণ করতে হবে । COVID-19 প্রতিরোধের জন্য সবরকম নিয়ম মেনে কাজ করতে হবে । 3 মে-র পর সংসদের দপ্তর খুললে এইসব কাজের জন্য উপযুক্ত পরিমাণে স্যানিটাইজ়ার ও মাস্ক পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায় ।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশিকা
সংসদের জারি করা এই নির্দেশিকা থেকে এটা স্পষ্ট যে জুন মাসের আগে উচ্চমাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হবে না । তবে 3 মে লকডাউন উঠলেই এই সূচি মেনে কাজ হবে । এ বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "যদি লকডাউন ওঠে তাহলে 4 মে-র পর আমাদের দপ্তর চালু হবে ।"
অন্যদিকে 10 জুনের পর উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলি হওয়ার কথা । উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা যাচ্ছে, পরীক্ষা শেষ হওয়ার পর ফল প্রকাশ করতে ন্যূনতম 60 দিন লাগবে বলে ।
ওই আধিকারিক বলেন, "এখন পরিস্থিতি কোনদিকে যায় দেখা যাক । কবে বাকি পরীক্ষাগুলো হবে, কবে ফল প্রকাশ হবে পুরোটাই অনিশ্চয়তায় ঘেরা । আমাদের ন্যুনতম 2 মাস সময় লাগে ফলপ্রকাশ করতে । 60-75 দিন লাগে ।" সেক্ষেত্রে লকডাউন 3 মে উঠলে ও সূচি অনুযায়ী কাজ হলে 15 জুন থেকে হয়ে যাওয়া পরীক্ষার মূল্যায়ন শুরু হবে । অন্যদিকে, জুন মাসে বাকি পরীক্ষাগুলো হয়ে গেলেও তারপর আরও 2 মাস সময় লাগবে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করতে ।
চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 12 মার্চ । রাজ্য জুড়ে প্রায় 7 লাখ 90 হাজার পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন । শেষ হওয়ার কথা ছিল 27 মার্চ । কিন্তু কোরোনা ভাইরাসের প্রভাব এ রাজ্যে পড়ার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে 21 মার্চের পরীক্ষা হয়ে যাওয়ার পরই বাকি তিনদিনের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয় । 23, 25 ও 27 মার্চ এই তিনদিনে মোট 15টি বিষয়ের পরীক্ষা ছিল ।
গত 15 এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী জুন মাসে হবে বাকি থাকা পরীক্ষাগুলি । 10 জুন পর্যন্ত রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে । তাই 10 জুনের পরই উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলি হবে বলে মনে করা হচ্ছে । একদিকে পরীক্ষা বাকি, অন্যদিকে লকডাউনের কারণে হয়ে যাওয়া পরীক্ষাগুলির উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু করা যায়নি । সবমিলিয়ে এই পরিস্থিতিতে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ কবে হবে তার উত্তর এখনও অজানা ।

ABOUT THE AUTHOR

...view details