কলকাতা, 30 জুন: ফের বাড়ছে করোনা সংক্রমণ । রোজই গড়ে উঠেছে দৈনিক রেকর্ড । তবে চতুর্থ ঢেউয়ে ভয়াবহতা নেই বলে বার্তা দিচ্ছেন চিকিৎসকরা (Guideline for Covid Isolation)। ফলে হাসপাতাল ভর্তি হওয়ার সংখ্যা কমেছে । কিন্তু আক্রান্ত ব্যক্তিকে কতদিন বাড়িতে আইসোলেশনে থাকতে হবে তা নিয়ে ধন্ধে আমজনতা । কারও মতে 7 দিন, কারও মতে 14 । সরকারি নিয়ম মতে কোভিড আইসোলেশনের সময় সাতদিন (Covid Isolation Period)।
তবে সাতদিনে কি নির্মূল হবে কোভিড ? এ বিষয়ে চিকিৎসক সুমন পোদ্দার বলেন, "যদি কোনও অসুবিধা না থাকে, শুধু জ্বর, সর্দি, কাশি আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে ডায়রিয়া লক্ষ্য করা যায়, তবে এই লক্ষণগুলো সেরে গেলেই আপনি বাড়ির বাইরে বেরোতে পারবেন । তবে ভালো হয় যদি দশ দিন পর থেকে কেউ রাস্তায় বের হন । কারণ অনেক সময় নিজে সুস্থ হয়ে গেলেও আপনার থেকে অন্যের কাছে ভাইরাস ছড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থেকেই যায়, যা এই 10 দিনে সম্পূর্ণ ভাবে নির্মূল হয়ে যেতে পারে । যদি একান্তই দরকার না থাকে, তাহলে সাতদিন না মেনে দশ দিন মানলেই ভালো হয় । তবে যদি আবার সেই ভয়াবহ রূপ ধারণ করে তাহলে আবারও আমাদের 14 দিনের অপেক্ষায় থাকতে হবে । তবে এখনই ভয়ের কিছু নেই ৷ ভ্যাকসিন হয়ে গিয়েছে ফলে সেই বিপজ্জনক যে সময় সেটা আমরা অতিক্রম করেছি ।"