পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Guideline for Covid Isolation: কতদিন আইসোলেশনে থাকলে নির্মূল হবে কোভিড ? - Guideline for Covid Isolation

সরকারি নিয়ম মতে কোভিড আইসোলেশনের সময় সাতদিন (Guideline for Covid Isolation) । তবে অন্তত 10 দিন আইসোলেশনে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা (Guideline for Home Isolation of covid patients)৷

Guideline for Home Isolation
কতদিন আইসোলেশন পিরিয়ডে থাকলে নির্মূল হবে কোভিড, জানালেন চিকিৎসক

By

Published : Jun 30, 2022, 11:32 AM IST

Updated : Jun 30, 2022, 12:02 PM IST

কলকাতা, 30 জুন: ফের বাড়ছে করোনা সংক্রমণ । রোজই গড়ে উঠেছে দৈনিক রেকর্ড । তবে চতুর্থ ঢেউয়ে ভয়াবহতা নেই বলে বার্তা দিচ্ছেন চিকিৎসকরা (Guideline for Covid Isolation)। ফলে হাসপাতাল ভর্তি হওয়ার সংখ্যা কমেছে । কিন্তু আক্রান্ত ব্যক্তিকে কতদিন বাড়িতে আইসোলেশনে থাকতে হবে তা নিয়ে ধন্ধে আমজনতা । কারও মতে 7 দিন, কারও মতে 14 । সরকারি নিয়ম মতে কোভিড আইসোলেশনের সময় সাতদিন (Covid Isolation Period)।

তবে সাতদিনে কি নির্মূল হবে কোভিড ? এ বিষয়ে চিকিৎসক সুমন পোদ্দার বলেন, "যদি কোনও অসুবিধা না থাকে, শুধু জ্বর, সর্দি, কাশি আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে ডায়রিয়া লক্ষ্য করা যায়, তবে এই লক্ষণগুলো সেরে গেলেই আপনি বাড়ির বাইরে বেরোতে পারবেন । তবে ভালো হয় যদি দশ দিন পর থেকে কেউ রাস্তায় বের হন । কারণ অনেক সময় নিজে সুস্থ হয়ে গেলেও আপনার থেকে অন্যের কাছে ভাইরাস ছড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থেকেই যায়, যা এই 10 দিনে সম্পূর্ণ ভাবে নির্মূল হয়ে যেতে পারে । যদি একান্তই দরকার না থাকে, তাহলে সাতদিন না মেনে দশ দিন মানলেই ভালো হয় । তবে যদি আবার সেই ভয়াবহ রূপ ধারণ করে তাহলে আবারও আমাদের 14 দিনের অপেক্ষায় থাকতে হবে । তবে এখনই ভয়ের কিছু নেই ৷ ভ্যাকসিন হয়ে গিয়েছে ফলে সেই বিপজ্জনক যে সময় সেটা আমরা অতিক্রম করেছি ।"

চিকিৎসক সুমন পোদ্দার

আরও পড়ুন:কমল হোম আইসোলেশনে থাকার দিন, নতুন নির্দেশিকা রাজ্যের

এর পাশাপাশি প্রশ্ন উঠেছে করোনা-ডেল্টা ও ওমিক্রনকে ঘিরে (Guideline for Home Isolation of covid patients)। বিশেষজ্ঞদের মতে, ওমিক্রনের থেকেও বেশি ভয় ডেল্টায় । আমাদের এখানে প্রথম ওয়েভ ছিল করোনার, দ্বিতীয় ওয়েভ ছিল ডেল্টার ও তৃতীয় ওমিক্রনের । তবে বর্তমানে যে সময়টা চলছে সেটাও ওমিক্রনেরই একটি পর্যায় । অল্প কিছু ক্ষেত্রে লক্ষ করা যাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্টকে । এ বিষয়ে চিকিৎসক সুমন পোদ্দার জানিয়েছেন, "ডেল্টা বা ওমিক্রন যেটাই হোক না কেন এখনই ভয় পাওয়ার কিছু নেই । বর্তমানে এটা একটা ফ্লুয়ের আকার ধারণ করেছে । এখন প্রায় সকলেরই ভ্যাকসিন নেওয়া আছে অথবা করোনায় এক বা দু'বার আক্রান্ত হয়েছেন । ফলে একটা হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে । তবে মনে রাখতে হবে এটাই সব নয়, কারণ কোনও ভ্যাকসিনই ট্রান্সমিশন আটকায় না । তাতেও ডেল্টা আসুক বা ওমিক্রন হোক, এখনই ভয় পাওয়ার কিছু নেই । কিন্তু মানুষকে সজাগ হতে হবে ৷ মাস্ক, স্যানিটাইজার ব্যবহার ও দূরত্ববিধি মেনে চলা প্রয়োজন ।"

Last Updated : Jun 30, 2022, 12:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details