কলকাতা, 12 নভেম্বর : ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসার সময় গাইডলাইন মেনে প্লেটলেটের ব্যবহার করছেন না চিকিৎসকরা । অসাবধানতাবশতও এমন হচ্ছে । কিন্তু এর জেরে রোগীর প্রাণসংশয়ও হতে পারে । তাই, প্লেটলেটের যাতে যথেচ্ছ ব্যবহার না করা হয়, সেজন্য চিকিৎসকদের গাইডলাইন মেনে চলার নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর ।
ডেঙ্গিতে প্লেটলেটের যথেচ্ছ ব্যবহার, মানতে হবে গাইডলাইন
গাইডলাইন মেনে প্লেটলেটের ব্যবহার করছেন না চিকিৎসকরা । অনেক সময় রক্তের গ্রুপ না মিললেও অন্য গ্রুপের প্লেটলেট ব্যবহার করা হয় । এর জেরে রোগীর প্রাণসংশয়ও হতে পারে । এবার চিকিৎসকদের গাইডলাইন মেনে চলার নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর ।
এই গাইডলাইন মেনে চলার জন্য 8 নভেম্বর নির্দেশ জারি করেছে স্বাস্থ্য দপ্তর । নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ভারত সরকার (GOI)-র গাইডলাইন মেনে ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসার সময় প্লেটলেটের ব্যবহার করছেন না চিকিৎসকরা । প্লেটলেটের ব্যবহার যাতে যথেচ্ছভাবে না হয়, প্লেটলেটের ব্যবহার যাতে যৌক্তিকভাবে হয়, তার জন্য চিকিৎসকদের গাইডলাইন মেনে চলার কথা বলা হয়েছে ৷ গাইডলাইন না মেনে প্লেটলেট ব্যবহারের জেরে রোগীর প্রাণ সংশয় হতে পারে বলেও এই নির্দেশে উল্লেখ করা হয়েছে।
অনেক সময় রক্তের গ্রুপ না মিললেও অন্য গ্রুপের প্লেটলেট ব্যবহার করা হয় । গ্রুপ মিলিয়ে যাতে প্লেটলেটের ব্যবহার হয়, তার কথাও বলা হয়েছে এই নির্দেশিকায় । এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য মেলেনি । যদিও, এ রাজ্যের সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস বলেন, "অনেক সময় ইমারজেন্সির ক্ষেত্রে অন্য গ্রুপের প্লেটলেট যথেচ্ছভাবে ব্যবহার করা হয় ৷ এটা বন্ধ করার জন্য এই নির্দেশ।" একই সঙ্গে তিনি বলেন, "প্লেটলেট ১০ হাজারের নিচে নামলে, রোগীকে প্লেটলেট দেওয়ার কথা এই নির্দেশে বলা হয়েছে । তবে এই বিষয়টি চিকিৎসকের উপর ছেড়ে দেওয়া উচিত । কারণ, অনেক সময় ডেঙ্গি আক্রান্তদের অন্য বিভিন্ন ধরনের সমস্যাও থেকে যায় । এক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসকের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া প্রয়োজন । চিকিৎসায় সংশ্লিষ্ট চিকিৎসকের স্বাধীনতা থাকা প্রয়োজন বলে আমরা মনে করি ।"