পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হেয়ার স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে কলেজ স্ট্রিট অবরোধ

হেয়ার স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে কলেজ স্ট্রিট অবরোধ অভিভাবকদের একাংশের । পরে স্কুলের টিচার ইনচার্জের আশ্বাসে অবরোধ উঠে যায় ।

কলেজ স্ট্রিটে অবরোধ

By

Published : Jul 17, 2019, 3:18 PM IST

কলকাতা, 17 জুলাই : পড়ুয়ার সংখ্যা প্রায় সাড়ে পাঁচশো । অথচ স্কুলে শিক্ষক-শিক্ষিকা রয়েছেন না কি মাত্র 8 জন । অভিযোগ, এর ফলে প্রত্যেকদিনই ব্যাহত হচ্ছে পড়াশোনা । শিক্ষক নিয়োগের দাবিতে আজ সকালে কলেজ স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ দেখালেন হেয়ার স্কুলের (মর্নিং সেকশন) অভিভাবকদের একাংশ । পরে স্কুলের টিচার ইনচার্জের আশ্বাসে অবরোধ উঠে যায় ।

অভিভাবকদের একাংশের অভিযোগ, হেয়ার স্কুলে(মর্নিং বিভাগ) পড়ুয়াদের তুলনায় শিক্ষক যথেষ্টই কম । ফলে দীর্ঘদিন ধরেই স্কুলে 8 টির পরিবর্তে 2-3 টি করে ক্লাস হয় । মাঝেমধ্যে ক্লাস নেওয়া হবে না বলে ছুটিও দিয়ে দেওয়া হয় । যার ফলে পরীক্ষার আগে পড়ুয়াদের সিলেবাস শেষ হয় না । এর প্রতিবাদেই আজ সকাল সাড়ে সাতটা নাগাদ অবরোধ শুরু করেন অভিভাবকদের একাংশ । প্রায় তিনঘণ্টা ধরে চলে অবরোধ । পরে স্কুলের টিচার ইনচার্জ তনুশ্রী নাগের আশ্বাসে অবরোধ উঠে যায় ।

হেয়ার স্কুলের প্রধান শিক্ষক (ডে সেকশন) সুনীল কুমার দাস বলেন, "স্কুলের মর্নিং সেকশনে সমস্যা ছিল । কিছু পদ শূন্য রয়েছে একথা ঠিক । মর্নিং সেকশনে একজন টিচার ইনচার্জ দায়িত্ব সামলান ।" অভিভাবকদের হুঁশিয়ারি, আগামী একমাসের মধ্যে শিক্ষক নিয়োগ না হলে তাঁরা ফের বিক্ষোভে নামবেন ।

ABOUT THE AUTHOR

...view details