পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জিএসটি কাউন্সিলের কর্মপদ্ধতির পরিবর্তনের দাবি, নির্মলাকে চিঠি অমিতের - অর্থমন্ত্রী অমিত মিত্র

জিএসটি কাউন্সিলের কর্মপদ্ধতি পরিবর্তনের দাবি তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি পাঠালেন অমিত মিত্র ৷

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

By

Published : Jun 23, 2021, 10:20 PM IST

কলকাতা, 23 জুন : জিএসটি কাউন্সিলের কর্মপদ্ধতির পরিবর্তনের দাবি তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র । বুধবার লেখা সেই চিঠিতে তিনি বলেন, কাউন্সিলের কর্মপদ্ধতি বৃহত্তর সহমত-ভিত্তিক সিদ্বান্তের ভিত্তিতেই চলা উচিত । কাউন্সিলের কর্মপদ্ধতি বিষাক্ত জায়গায় চলে গিয়েছে যেখানে কেন্দ্রীয় সরকারের পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত বহুক্ষেত্রে কাউন্সিলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে । তাঁর মতে এই প্রবণতা ভয়ঙ্কর রূপ নিতে পারে ।

জিএসটি কাউন্সিল হল এমন একটি সংস্থা যেখানে কেন্দ্র রাজ্য মিলিতভাবে এবং সহমতের ভিত্তিতে কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারে । অমিতবাবু লেখেন, কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যের মধ্যে যে পারস্পরিক বিশ্বাস আগের কাউন্সিলের মিটিংগুলোতে দেখা যেত সেই পারস্পরিক বিশ্বাসের জায়গাটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে । এই পারস্পরিক বিশ্বাস যাতে আগের মতো ফিরে আসে তার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে সচেষ্ট হতে অনুরোধ করেছেন । চিঠিতে তিনি লেখেন,"আমি নিশ্চিত যে কেন্দ্রীয় সরকার যদি এই পারস্পরিক বিশ্বাসকে ফিরিয়ে আনতে সচেষ্ট হয় তবে রাজ্য সরকারগুলোও এই ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে ।"

কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে পাঠানো চিঠি

আরও পড়ুন : Mamata Banerjee : রাজ্য সরকার আলাপনের পাশে থাকবে

অমিত মিত্র লেখেন, অবিজেপি রাজ্য সরকারগুলি বেশ কিছুদিন ধরে দুটি দাবি জানিয়ে আসছে । প্রথম দাবিটি হল, রাজ্য সরকারগুলিকে জিএসটির সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান । দ্বিতীয়টি হল, করোনা ভ্যাকসিনকে সম্পূর্ণভাবে জিএসটি মুক্ত করা । এই দুটি দাবি পূরণ না হওয়ার জন্য চিঠিতে ক্ষোভ প্রকাশ করেছেন অমিত মিত্র ।

ABOUT THE AUTHOR

...view details