কলকাতা, 23 জুন : জিএসটি কাউন্সিলের কর্মপদ্ধতির পরিবর্তনের দাবি তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র । বুধবার লেখা সেই চিঠিতে তিনি বলেন, কাউন্সিলের কর্মপদ্ধতি বৃহত্তর সহমত-ভিত্তিক সিদ্বান্তের ভিত্তিতেই চলা উচিত । কাউন্সিলের কর্মপদ্ধতি বিষাক্ত জায়গায় চলে গিয়েছে যেখানে কেন্দ্রীয় সরকারের পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত বহুক্ষেত্রে কাউন্সিলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে । তাঁর মতে এই প্রবণতা ভয়ঙ্কর রূপ নিতে পারে ।
জিএসটি কাউন্সিল হল এমন একটি সংস্থা যেখানে কেন্দ্র রাজ্য মিলিতভাবে এবং সহমতের ভিত্তিতে কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারে । অমিতবাবু লেখেন, কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যের মধ্যে যে পারস্পরিক বিশ্বাস আগের কাউন্সিলের মিটিংগুলোতে দেখা যেত সেই পারস্পরিক বিশ্বাসের জায়গাটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে । এই পারস্পরিক বিশ্বাস যাতে আগের মতো ফিরে আসে তার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে সচেষ্ট হতে অনুরোধ করেছেন । চিঠিতে তিনি লেখেন,"আমি নিশ্চিত যে কেন্দ্রীয় সরকার যদি এই পারস্পরিক বিশ্বাসকে ফিরিয়ে আনতে সচেষ্ট হয় তবে রাজ্য সরকারগুলোও এই ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে ।"