পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

oxygen plant :শহরে অক্সিজেন প্ল্যান্ট বানাতে রামকৃষ্ণ মিশনের সঙ্গে চুক্তি জিআরএসই-র - মউ স্বাক্ষর

কলকাতার হাসপাতালে মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্ট বসানোর জন্য উদ্যোগ নিল গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRSE)৷ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের সঙ্গে মউ স্বাক্ষর করেছে এই সংস্থা ৷

GRSE inks pact with Ramakrishna Mission Seva Pratisthan for installation of oxygen plant in hospital
শহরে অক্সিজেন প্ল্যান্ট বানাতে রামকৃষ্ণ মিশনের সঙ্গে চুক্তি জিআরএসই-র

By

Published : Aug 10, 2021, 8:17 PM IST

কলকাতা, 10 অগস্ট : হাসপাতাল প্রাঙ্গণে মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ নিল যুদ্ধজাহাজ প্রস্তুতকারক সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRSE)৷ এর জন্য রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের সঙ্গে একটি মউ চুক্তি স্বাক্ষর করেছে তারা ৷

জিআরএসই-র এক আধিকারিক আজ এ কথা জানিয়েছেন ৷ তিনি জানান, সম্প্রতি মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্ট তৈরির জন্য মহানগরীর দুটি হাসপাতালের সঙ্গে তাদের মউ চুক্তি স্বাক্ষর হয়েছে ৷ ঠাকুরপুকুরের সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও জোকার ভারত সেবাশ্রম সংঘ হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ৷

আরও পড়ুন:ঘাটাল অ্যাকশন প্ল্যান নিয়ে কেন্দ্রকে তোপ মমতার, প্রতিনিধিদল যাচ্ছে দিল্লিতে

ওই আধিকারিক আরও জানিয়েছেন, জিআরএসই-র কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির উদ্যোগে দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হচ্ছে ৷

আরও পড়ুন:হাইকোর্টের অনুমতি ছাড়া আইনপ্রণেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রত্যাহারে ‘না’ সুপ্রিম কোর্টের

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর দেশজুড়ে দেখা দিয়েছিল অক্সিজেনের সঙ্কট ৷ অক্সিজেন সিলিন্ডারের অভাবে প্রাণ হারাতে হয়েছে অনেককে ৷ এই অবস্থায় মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্ট তৈরিতে উদ্যোগ নেওয়া শুরু হয় ৷ সরকারি ও বেসরকারিভাবে নানা জায়গায় শুরু হয় অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ ৷ তারই নবতম সংযোজন হল জিআরএসই-র অক্সিজেন প্ল্যান্ট তৈরির উদ্যোগ ৷ দেশে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা ৷ সেই অবস্থা মোকাবিলায় জন্য সবরকমভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে ৷ তৈরি রাখা হয়েছে সেফ হোম ৷ অক্সিজেনের ঘাটতি যাতে বড় আকার না-নেয়, সে জন্য বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ৷

আরও পড়ুন:Corona Effect : করোনা আবহে ক্ষতির বোঝা কমাতে বিনোদন করে ছাড় কলকাতা পৌরনিগমের

ABOUT THE AUTHOR

...view details