কলকাতা, 23 অগস্ট: জোকা-বিবাদী বাগ মেট্রোর কাজের জেরে এবার খিদিরপুরের জালা লেনে নিকাশি পাইপ লাইনের জিআরপি লাইনিং ফেটে গিয়েছে । এমনটাই দাবি কর্পোরেশন সূত্রে (GRP Lining of Sewers Cracked due to Metro Work) । বড় অঙ্কের ক্ষতির আশঙ্কা করছে কলকাতা কর্পোরেশনের নিকাশি বিভাগ । ফলে মঙ্গলবার ক্ষতিপূরণ চেয়ে মেট্রো কর্তৃপক্ষকে চিঠি দিতে চলেছে নিকাশি বিভাগ, খবর কলকাতা কর্পোরেশন সূত্রে ।
বেশ কয়েক বছর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রো বিপর্যয় দেখেছে বউবাজার । এখনও সেই রেশ কাটেনি । ধসে পড়েছে একের পর এক বাড়ি । এবার বিপত্তি জোকা-বিবাদী বাগ মেট্রোর কাজে । কয়েকমাস আগেই নিকাশিনালায় জিআরপি লাইনিং করা হয়েছে খিদিরপুর এলাকায় । এবার মেট্রোর কাজের জেরে ফেটে গেল সেই জিআরপি লাইনিং । বর্ষার মরসুমে নিকাশির লাইনিং ফেটে যাওয়াতে সমস্যার মুখে পড়ার তীব্র আশঙ্কা করছে নিকাশি বিভাগ । তাই দ্রুত মেরামতির জন্য ক্ষতিপূরণ চেয়ে এদিনই মেট্রো কর্তৃপক্ষকে চিঠি পাঠাচ্ছে নিকাশি বিভাগ ।