পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Trains Cancelled: শনি-রবি হাওড়া ও শিয়ালদহ শাখার বাতিল একগুচ্ছ ট্রেন - হাওড়া ও শিয়ালদহ শাখার বাতিল ট্রেন

লাইন মেরামতের কাজের জন্য শনিবার ও রবিবার হাওড়া ও শিয়ালদহ শাখার একাধিক ট্রেন বাতিল থাকছে ৷ এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন ট্রেন বাতিল এই দু'দিন ৷

Etv Bharat
হাওড়া ও শিয়ালদহ শাখার বাতিল একগুচ্ছ ট্রেন

By

Published : Jul 14, 2023, 10:51 PM IST

কলকাতা, 14 জুলাই: সপ্তাহান্তে আবারও হাওড়া-শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন। লাইন মেরামতের কাজের জন্য পূর্ব রেল ডিভিশনের একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হবে রেলের তরফে ৷

দমদম জংশন স্টেশনের আপ লাইনে ট্র্যাক মেরামতের কাজের জন্য 720 মিনিটের পাওয়ার ব্লক নেওয়া হচ্ছে আগামী শনিবার এবং রবিবার। শনিবার অর্থাৎ 15 জুলাই রাত সাড়ে 9টা থেকে পরের দিন অর্থাৎ রবিবার সকাল সাড়ে 9টা পর্যন্ত থাকবে এই পাওয়ার ব্লক। সপ্তাহের শেষে হলেও অনেকেই বিভিন্ন কাজে ট্রেনে যাতায়াত করেন। ফলে যাত্রীদের অনেকটাই সমস্যার সম্মুখীন যে হতে হবে, তা বলাই বাহুল্য।

যে ট্রেনগুলি বাতিল থাকছে সেগুলির তালিকা এক নজরে:

15 জুলাই বাতিল থাকছে নিম্লিখিত লোকাল ট্রেনগুলি

শিয়ালদহ থেকে বাতিল তিনটি লোকাল (33857,33861,32247) ট্রেন

বনগাঁ থেকে বাতিল দুটি লোকাল (33854, 33858) ট্রেন

ডানকুনি থেকে বাতিল 32250 লোকাল ট্রেন

16 জুলাই নিম্নলিখিত লোকাল ট্রেনগুলি বাতিল করা হয়েছে

শিয়ালদহ থেকে বাতিল প্রায় 14টি ট্রেন ( বাতিল ট্রেনগুলির নম্বর- 33815, 33819,03139, 33821,33651, 33653, 33511, 33515, 32213, 32217, 32221, 33613, 33431, 31511)

বনগাঁ থেকে বাতিল ( 33816, 33820, 33822) তিনটি ট্রেন ৷

ডানকুনি থেকে বাতিল ( 32214, 32218, 32222) তিনটি ট্রেন ৷

অন্যদিকে,

13175 শিয়ালদহ শিলচর -কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস -এর সময় পরিবর্তন করা হয়েছে।

13176 শিলচর শিয়ালদহ- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস -এর সময় পরিবর্তন করা হয়েছে।

13425 মালদা টাউন -সুরাট এক্সপ্রেস-এর সময় পরিবর্তন করা হয়েছে।

03198 লালগোলা শিয়ালদহ মেমো প্যাসেঞ্জার স্পেশালের শনিবার যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।

31312 আগামী রবিবার কল্যাণী সীমান্ত -শিয়ালদহ লোকালের যাত্রা পথ পরিবর্তন করা হয়েছে।



15 জুলাই 03172 লালগোলা শিয়ালদহ প্যাসেঞ্জার স্পেশাল এর সময় পরিবর্তন করা হয়েছে।

16 জুলাই 31811 শিয়ালদহ কৃষ্ণনগর প্যাসেঞ্জার ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন:13 বছরের কিশোরীর প্রাণ কাড়ল ডেঙ্গি, স্থানীয় কাউন্সিলের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন

শিয়ালদহ ডিভিশনের পাশাপাশি ভোগান্তি হবে হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্যেও। কারণ শনিবার এবং রবিবার হাওড়া ডিভিশনের ট্র্যাক মেরামতের কাজের জন্য বাতিল করা হচ্ছে একাধিক ট্রেন। হাওড়া বর্ধমান কর্ড লাইন, হাওড়া ব্যান্ডেল, নৈহাটি, বর্ধমান, হাওড়া-কাটোয়া আজিমগঞ্জ থানা, গুমানি সেকশনে ওভার হেড তার এবং সিগন্যালিং-এর কাজ করা হবে বলে জানিয়েছে পূর্ব রেল। তাই ওই অংশগুলোতে বাতিল থাকছে এক গুচ্ছ ট্রেন।

ABOUT THE AUTHOR

...view details