কলকাতা, 11 জুলাই:পঞ্চায়েত ভোটের ফল বেরোতেই বিরোধীদের পাশাপাশি সংবাদ মাধ্যমকেও তুলোধোনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে, বিজেপি, বিশেষত শুভেন্দু অধিকারীর প্রচারের প্রধান হাতিয়ার 'নো ভোট টু মমতা'র এবার পালটা কটাক্ষ করেন অভিষেক ৷ তাঁর দাবি, 'নো ভোট টু মমতা' প্রচারা অভিযানকে পঞ্চায়েত ভোটে নস্যাৎ করে দিয়েছে ৷ বরং পঞ্চায়েতে 'নাও ভোট ফর মমতা'-এ রূপান্তর করার জন্য জনগণের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন তৃণমূল সাংসদ ৷
পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাইয়ে এবার নয়া পদক্ষেপ নিয়েছিল তৃণমূল ৷ মূলত অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে নবজেয়ার এবং গ্রাম জনসংযোগ যাত্রার মধ্য়ে দিয়ে একেবারে তৃণমূল স্তরে গিয়ে প্রার্থী বাছাই করেছিল দল ৷ দলের সর্বোচ্চ স্তরের নেতৃত্ব নয়, বরং নিজেদের প্রার্থী নিজেরাই বেছে নেবে এলাকার মানুষ, মূলত এই বার্তাকে সামনে রেখেই 60 দিনের প্রচার অভিযান চালান অভিষেক ৷ আর পঞ্চায়েতের সেই প্রচার শেষে লোকসভা ভোটের সুর বেঁধে দিয়েছিলেন তিনি ৷ যদিও অভিষেকের এই নবজোয়ার বা গ্রাম জনসংযোগ যাত্রা নিয়ে বিতর্কও কম হয়নি ৷ প্রার্থী বাছাইয়ে প্রায় প্রতি জেলাতেই অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়তে দেখা যায় তৃণমূল নেতৃত্বকে ৷ পালটা 'নো ভোট টু মমতা' ক্যাম্পেন শুরু করে বিজেপিও ৷ মঙ্গলবার ভোটের ফল বেরোতে কৌশলে প্রায় সব কিছুরই জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷