কলকাতা, 16 অক্টোবর : ক্লাবগুলিকে রাজ্য সরকার দুর্গাপুজোয় যে 50 হাজার টাকা করে অনুদান দিয়েছে সেই টাকার 25 শতাংশ খরচ করতে হবে পুলিশ ও জনগণের সমন্বয়ের কাজে । বাকি 75 শতাংশ টাকা খরচ করতে হবে মাস্ক-স্যানিটাইজ়ার ও ফেস শিল্ড কেনার জন্য । অনুদানের টাকা যেন কোনওভাবেই অন্য খাতে খরচ করা না হয় । বিশেষ করে কোনও ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানে যেন না ব্যবহার করা হয় । নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের । এর সমস্ত বিল প্রত্যেক জেলার SDO ও কলকাতা পুলিশের প্রতিনিধিদের কাছে পাঠাতে হবে । তাঁরা সমস্তটা খতিয়ে দেখে হাইকোর্টকে রিপোর্ট দেবেন । পাশাপাশি হাইকোর্টের এই নির্দেশের কপি লিফলেট আকারে সমস্ত ক্লাবগুলিকে দিতে হবে পুলিশকে ।
দুর্গাপুজো কমিটিগুলিকে মুখ্যমন্ত্রী 50 হাজার টাকা করে অনুদান দেবেন বলে ঘোষণা করার পর 9 অক্টোবর সৌরভ দত্ত নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে মামলা করেন । মামলাকারীর বক্তব্য ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে এইভাবে কোনও একটি ধর্মের নামে টাকা দেওয়া যায় না । এটি সংবিধান বিরোধী বলেও জানিয়েছেন মামলাকারী ।
আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, বিষয়টি যাতে বছরের পর বছর আদালত পর্যন্ত না গড়ায় সে দিক মাথায় রেখেই পুজোর ছুটির পর এই মামলার রায় দান করা হবে । কারণ 2018 সালেও কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলা হয়েছিল এবং সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল । যদিও সেই মামলায় কোনও সমাধানসূত্র মেলেনি ।
আরও পড়ুন : অন্য উৎসবেও কি অনুদান দেওয়া হয় ? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের