পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta University result : আজ প্রকাশিত হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ফল - Calcutta University

www.wbresults.nic.in ও www.exametc.com- এই ওয়েবসাইটে দুপুর 3টের পর থেকে পরীক্ষার ফলাফল জানা যাবে ৷

প্রকাশিত হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ফল
প্রকাশিত হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ফল

By

Published : Aug 31, 2021, 7:03 AM IST

কলকাতা, 31 অগস্ট : আজ প্রকাশিত হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ফলাফল । বিএ, বিএসসি, বিকম কোর্সের অনার্স, জেনারেল ও মেজরের ষষ্ঠ সেমেস্টারের ফলাফল প্রকাশিত হবে ।
পাশাপাশি যে পড়ুয়ারা 1+1+1 পদ্ধতিতে পরীক্ষা দিয়েছেন, তাঁদের ফলও প্রকাশিত হবে মঙ্গলবার ।

নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে বেলা 3টের পর নিজের রোল নম্বর দিয়ে পরীক্ষার ফলাফল জানা যাবে । ওয়েবসাইটগুলি হল- www.wbresults.nic.in ও www.exametc.com।

আরও পড়ুন,College Admission : 7 দিন বাড়ানো হল কলেজে ভর্তির সময়সীমা, 1 অক্টোবর থেকে ক্লাস শুরু

তবে গতবার ওয়েবসাইটে রেজাল্ট দেখতে সমস্যা হয়েছিল পরীক্ষার্থীদের ৷ একসঙ্গে লাখ লাখ পরীক্ষার্থী ফলাফল দেখার জন্য সাইটে লগইন করতেই কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল ৷ তবে এইবার সেই বিষয়ে সতর্ক কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । যাতে কোনও সমস্যা না হয় তার জন্য আগের থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে তারা ৷

ABOUT THE AUTHOR

...view details