কলকাতা, 22 জুলাই : এখনও অনশন চালিয়ে যাচ্ছেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (UUPTWA) 18 জন শিক্ষক-শিক্ষিকা । দাবি ন্যায্য বেতনক্রম ৷ আজ তাঁদের সমর্থন জানাতে মঞ্চে আসেন অভিনেতা কৌশিক সেন ৷ শিক্ষামন্ত্রীকে সরাসরি আক্রমণের পাশাপাশি অনশনকারীদের প্রতি সরকারের মনোভাবকে "রুড অ্যান্ড রাফ" বলে কটাক্ষ করেন তিনি ৷
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরও কাটেনি জট । আর্থিক কারণেই অনশনকারীদের দাবিমতো বেতন বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ৷ তা নিয়ে অনশনকারীদের বক্তব্য, সরকারের ইগো ও সদিচ্ছার অভাবই দাবিপূরণে প্রধান বাধা । আর্থিক অনটন তাঁদের ন্যায্য বেতনক্রম দেওয়ার পথে কোনও বাধা নয় । এবিষয়ে কৌশিক সেন বলেন, "অনশনকারী প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের প্রতি সরকারের ব্যবহার অত্যন্ত রুড অ্যান্ড রাফ । সরকার যে ব্যবহারটা তাঁদের প্রতি করছে, যে মনোভাব সরকারের সেটা খুব দুঃখজনক ৷ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অনশনকারীরা না কি কেন্দ্রীয় বেতনক্রম অনুযায়ী বেতন চাইছেন ৷ সেটা একেবারেই নয় ৷ সরকারের একটা দিক থাকতেই পারে সেটা বলুক ৷ কিন্তু ধরনটা নিয়ে আমি বলছি ৷ সরকার যেভাবে নিজেদের বক্তব্য রাখছে সেটা খুবই রাফ ৷"