কলকাতা, 7 অগস্ট: আবারও জেলার সংখ্যা বাড়তে পারে রাজ্যে। গত বছর অগস্ট মাসে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর সাতটি নতুন জেলা গঠনের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুন্দরবন, ইছামতী, বসিরহাট, রানাঘাট, বিষ্ণুপুর, বহরমপুর এবং কান্দি। সে সময় এই সাত জেলা গঠনের কথা ঘোষণা করলেও তখন বেশকিছু ক্ষেত্রে স্থানীয় আবেগের বহিঃপ্রকাশ ঘটেছিল। সে কারণেই এখনও পর্যন্ত সেই সিদ্ধান্ত বাস্তবের রূপ পায়নি। আর এই অবস্থায় এবার নতুন জেলা ঘোষণার সিদ্ধান্ত নেওয়ার আগে বেশ সাবধানী রাজ্য সরকার। এক্ষেত্রে নতুন জেলা ঘোষণার আগে স্থানীয় মানুষের আবেগকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেই নবান্ন সূত্রে খবর।
রাজ্য সরকারের এক আধিকারিকের কথায়, পশ্চিমবঙ্গ যথেষ্ট জনঘনত্ব সম্পন্ন রাজ্য। তাই ছোট ছোট জেলা থাকলে প্রশাসনিক কাজে সুবিধা হবে। তেমনই আরও বেশি সংখ্যায় আইএএস ও আইপিএস পাওয়া যাবে। এই সব বিষয়গুলি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। এখনও জেলার বর্ধিত সংখ্যা কত হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এই নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে জেলা প্রশাসনের কাছ থেকে আগামী তিন মাসের মধ্যে একটি রিপোর্ট তৈরি করার নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে ভৌগোলিক অবস্থান-সহ একাধিক প্রশাসনিক বিষয় বিচার বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত করতে হবে বলেও সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।