পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Govt of West Bengal: স্থানীয় আবেগকে বাড়তি গুরুত্ব দিতে আবারও নতুন জেলার ভাবনা নবান্নের - govt of west bengal take a initiative

আবার জেলা বৃদ্ধির ভাবনা নবান্নের । তবে নতুন জেলা ঘোষণার আগে স্থানীয় মানুষের আবেগকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেই নবান্ন সূত্রে খবর। সতর্ক পদক্ষেপ করতেই চাইছেন খোদ মুখ্যমন্ত্রী ।

Etv Bharat
জেলা বৃদ্ধির ভাবনা নবান্নের

By

Published : Aug 7, 2023, 9:52 PM IST

Updated : Aug 8, 2023, 7:08 AM IST

কলকাতা, 7 অগস্ট: আবারও জেলার সংখ্যা বাড়তে পারে রাজ্যে। গত বছর অগস্ট মাসে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর সাতটি নতুন জেলা গঠনের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুন্দরবন, ইছামতী, বসিরহাট, রানাঘাট, বিষ্ণুপুর, বহরমপুর এবং কান্দি। সে সময় এই সাত জেলা গঠনের কথা ঘোষণা করলেও তখন বেশকিছু ক্ষেত্রে স্থানীয় আবেগের বহিঃপ্রকাশ ঘটেছিল। সে কারণেই এখনও পর্যন্ত সেই সিদ্ধান্ত বাস্তবের রূপ পায়নি। আর এই অবস্থায় এবার নতুন জেলা ঘোষণার সিদ্ধান্ত নেওয়ার আগে বেশ সাবধানী রাজ্য সরকার। এক্ষেত্রে নতুন জেলা ঘোষণার আগে স্থানীয় মানুষের আবেগকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেই নবান্ন সূত্রে খবর।

রাজ্য সরকারের এক আধিকারিকের কথায়, পশ্চিমবঙ্গ যথেষ্ট জনঘনত্ব সম্পন্ন রাজ্য। তাই ছোট ছোট জেলা থাকলে প্রশাসনিক কাজে সুবিধা হবে। তেমনই আরও বেশি সংখ্যায় আইএএস ও আইপিএস পাওয়া যাবে। এই সব বিষয়গুলি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। এখনও জেলার বর্ধিত সংখ্যা কত হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এই নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে জেলা প্রশাসনের কাছ থেকে আগামী তিন মাসের মধ্যে একটি রিপোর্ট তৈরি করার নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে ভৌগোলিক অবস্থান-সহ একাধিক প্রশাসনিক বিষয় বিচার বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত করতে হবে বলেও সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: মন্ত্রিসভায় পাস রাজ্যের শিক্ষানীতি, সব স্কুলে বাধ্যতামূলক হচ্ছে ইংরেজি-বাংলা ভাষা

প্রসঙ্গত 1947 সালে আলাদা রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ গঠিত হবার পর রাজ্যের জেলার সংখ্যা ছিল 14টি। বর্তমানে সেই সংখ্যা বাড়তে বাড়তে এসে দাঁড়িয়েছে 23। গত বছর অগস্ট মাসে সাতটি নতুন জেলা গঠনের পর স্থানীয় আবেগের একাধিক জেলার নাম নিয়ে বিক্ষোভ দেখায়। বিষয়টি বুঝতে পেরেই গত নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী নদিয়ার একটি সভা থেকে জানিয়ে দেন, এখনই জেলা ভাগের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। একই সঙ্গে, তাঁর বক্তব্য ছিল, এতগুলো জেলা গঠন করতে গেলে যে পরিমাণ অফিসার প্রয়োজন সেই অফিসার এই মুহূর্তে সরকারের হাতে নেই । আলাদা জেলা করতে গেলে তো অফিসার লাগবে, রাজ্যের হাতে সেই সংখ্যক অফিসার নেই। আর সেই থেকেই জেলা বৃদ্ধির বিষয়টি থমকে রয়েছে। এবার নতুন জেলা গঠনের ক্ষেত্রে এবং নাম তৈরি করার বিষয়ে সতর্ক নবান্ন। এক্ষেত্রে যতদূর জানা যাচ্ছে, পুরনো জেলার নাম অপরিবর্তিত রেখে নতুন জেলাগুলি তৈরি করার ক্ষেত্রে স্থানীয় আবেগ ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে জেলা ভাগ ও নামকরণ ঠিক হতে পারে।

Last Updated : Aug 8, 2023, 7:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details