কলকাতা, 26 ফেব্রুয়ারি: চলছে মাধ্যমিক পরীক্ষা ৷ আর তার মাঝেই ফের কর্মবিরতির ডাক দিলেন সরকারি কর্মচারীরা । 28 ফেব্রুয়ারি 2 ঘণ্টার জন্য কর্মবিরতির ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ । দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছেন সংগঠনের সদস্যরা (Govt Employees protest on DA Issue)। তবে তাঁরা স্পষ্টভাবে জানিয়েছেন, কোনওভাবেই মাধ্যমিক পরীক্ষা ও জরুরি পরিষেবা এই কর্মসূচির কারণে ব্যাহত হবে না ।
বকেয়া মহার্ঘভাতা তথা ডিএ-র দাবিতে শহিদ মিনারে 31 দিন ধরে ধরনায় রয়েছেন সরকারি কর্মচারীরা । 17 দিন ধরে অনশন চালাচ্ছেন তাঁদের মধ্যে কিছুজন । একাধিকবার কর্মবিরতির ডাকও দিয়েছেন তাঁরা । 10 মার্চ ধর্মঘটেরও ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ । রবিবার একটি সাংবাদিক বৈঠক করে সেখানে আগামী দিনের কর্মসূচি তুলে ধরে মঞ্চটি। এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য কো-অর্ডিনেটর ভাস্কর ঘোষ বলেন,"10 মার্চ আমরা ধর্মঘটের ডাক দিয়েছি । তার আগে 5 মার্চ আমরা শহিদ মিনারেই একটা জনসভার ডাক দিয়েছি । সেখানে যেমন রাজ্যের সরকারি কর্মীদের আমরা আহ্বান করছি তেমনি চাকরিপ্রার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনকেও ডাকছি ।"
বিরোধীদের মতে, এই কর্মবিরতির জন্য কাজে সমস্যা তৈরি হচ্ছে । সে বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, বর্তমানে মুখ্যমন্ত্রী 10 দিন বাড়তি ছুটি দেন । যেগুলো আগে পাওয়া যেত না । আর এই ছুটিগুলো সরকারি কর্মীরা চান না । ফলে এই ছুটি দিয়ে এমনিতেই সরকার কাজের গতি নষ্ট করছে । এরই সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এও দাবি করা হয়েছে যে, রাজ্য সরকারের বহু শূন্যপদ রয়েছে সেগুলো পূর্ণ না করার জেরে বহু কাজ সরকারি কর্মীদের করতে হয় । ফলে সেই সমস্ত কাজও এবার থেকে তাঁরা করবেন না বলে জানিয়ে দিয়েছেন । এমনকী বেশ কিছু প্রাথমিক স্কুলে নেট পরিষেবা নেই, সমস্ত স্কুলে ইন্টারনেট পরিষেবা দেওয়া হচ্ছে না ৷ ফলে সেই সমস্ত স্কুলের ইন্টারনেটে যাবতীয় যে কাজ তাও বন্ধ রাখা হবে ।
Protest Demanding DA: মাধ্যমিক পরীক্ষার মাঝে ফের কর্মবিরতির ডাক সরকারি কর্মীদের - DA Issue
ডিএ ইস্যুতে (DA Issue) আবারও কর্মবিরতির ডাক দিলেন সরকারি কর্মচারীরা ৷ 28 ফেব্রুয়ারি এই কর্মবিরতি পালিত হবে দু'ঘণ্টার জন্য ৷
ফের কর্মবিরতির ডাক দিলেন সরকারী কর্মচারীরা