পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তহবিলে টাকা নেই তাই DA দেওয়া যাচ্ছে না, SAT-এ জানাল রাজ্য - State Govt

DA দেওয়ার ইচ্ছা থাকলেও অর্থের অভাবে তা দেওয়া যাচ্ছে না । SAT -এ জানাল রাজ্য সরকার ।

ফাইল ফোটো

By

Published : Jun 12, 2019, 8:18 PM IST

কলকাতা, 12 জুন : তহবিলে অর্থ নেই, পাশাপাশি কেন্দ্রের থেকে ঋণও নেওয়া যাচ্ছে না । তাই DA দিতে পারছে না রাজ্য । রাজ্যের তরফে আজ SAT(স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল)-এ জানালেন আইনজীবী অপূর্ব লাল ।

2018 সালের 15 অক্টোবর SAT-এ DA মামলার শুনানি শেষ হয় । কিন্তু, রিভিউ পিটিশন দাখিল করে হাইকোর্টে বিশেষ শুনানির আবেদন করে রাজ্য । এর জন্য হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শেখর ববি শরাফের বিশেষ ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে । কিন্তু, এই ডিভিশন বেঞ্চ চলতি বছরের 8 মার্চ DA মামলায় রাজ্যের রিভিউ পিটিশনের আবেদন খারিজ করে দেয় । পাশাপাশি, SAT-কেই বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেয় হাইকোর্ট ।

প্রসঙ্গত, গত বছরের 31 অগাস্ট DA রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার বলে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট । SAT-কে বলা হয়, দু'মাসের মধ্যে দুটি বিষয়কে ঠিক করতে হবে । প্রথমত, রাজ্য সরকারি কর্মচারীদের DA-র হার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমহারে হবে কি না । দ্বিতীয়ত, রাজ্যে সরকারের কিছু কর্মচারী আছেন যাঁরা দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হস্টেলে নিযুক্ত । তাঁরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারেই DA পান। রাজ্য সরকারের অন্য কর্মচারীরাও কি এদের সমহারে DA পাবেন ? এই দ্বিতীয় বিষয়টি নিয়ে ছিল রাজ্যের মূল আপত্তি । যা নিয়ে SAT- এ মাসের পর মাস চলছে DA মামলার শুনানি ।

এই সংক্রান্ত খবর :দিল্লি, কলকাতার মূল্যসূচক এক হলেও DA আলাদা কেন ? প্রশ্ন SAT-এর

আজ DA মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী অপূর্ব লাল SAT-এ বলেন, "DA দেওয়ার ইচ্ছা থাকলেও অর্থের অভাবে তা দিতে পারছে না রাজ্য । কেন্দ্রীয় সরকারও অসহযোগিতা করছে । কারণ, সেন্ট্রাল ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি অ্যামেন্ডমেন্ট বিল অনুয়ায়ী রাজ্য 3 শতাংশের বেশি ধার নিতে পারবে না । ফলে কেন্দ্রের থেকে রাজ্য ধার নিতে পারছে না । সেই জন্য DA দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে ।"

যদিও কর্মচারীদের তরফে আইনজীবী সর্দার আমজাদ আলি ও ফিরদৌস শামিম বলেন, "এর সঙ্গে DA-র কোনও সম্পর্ক নেই । DA সম্পূর্ণ মূল্যবৃদ্ধির সঙ্গে যুক্ত । এই সব যুক্তি দেখিয়ে আসলে রাজ্য বিষয়টি এড়িয়ে যেতে চাইছে।" ১৮ জুন ফের এই মামলার শুনানি হবে।

ABOUT THE AUTHOR

...view details