পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

80-20 ফর্মুলাতেই চূড়ান্ত সেমেস্টারের মূল্যায়ন - 80%-20% ফর্মুলায় মূল্যায়ন

যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়, রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 80-20 শতাংশের ফর্মুলা মেনে মূল্যায়নের সিদ্ধান্ত ।রাজ্য সরকারের অ্যাডভাইজ়ারি মেনেই সিদ্ধান্ত । বিরোধিতা করেছে CUTA ।

University exams
University exams in 80-20 formula

By

Published : Jul 3, 2020, 5:23 PM IST

কলকাতা, 3জুলাই : রাজ্য সরকারের অ্যাডভাইজ়ারি মেনেই80-20শতাংশেরফর্মুলায় চূড়ান্ত সেমেস্টার ও মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে অধিকাংশবিশ্ববিদ্যালয় । যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর একই সিদ্ধান্ত রাজ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরও ।

27জুনউচ্চশিক্ষা দপ্তর অ্যাডভাইজ়ারি জারি করে । ইঞ্জিনিয়ারিং,আর্কিটেকচার,ফার্মেসির চূড়ান্ত সেমেস্টার-বর্ষেরমূল্যায়নের ক্ষেত্রে সব প্রতিষ্ঠানের মধ্যে সমতা রাখতে বলা হয় তাতে । আগেরসেমেস্টারগুলিতে প্রাপ্ত সেরা এগ্রিগেট শতাংশের ভিত্তিতে80%এবং20%অ্যাসাইনমেন্ট নির্ভর মূল্যায়নেরভিত্তিতে টার্মিনাল সেমেস্টারের মূল্যায়ন করতে বলা হয় ।

অ্যাডভাইজ়ারিনিয়ে বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক্জ়ামিনেশন বোর্ডের বৈঠক হয় । সেখানে,আর্টস এবং সায়েন্স ফ্যাকাল্টিরচূড়ান্ত সেমেস্টারের মূল্যায়ন80-20শতাংশের ফর্মুলাতেই করার সিদ্ধান্তনেওয়া হয় । ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ফ্যাকাল্টির ক্ষেত্রেও সরকারি পরামর্শলঙ্ঘন না করে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

'বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়েরসহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা ৩টেকম্পোনেন্ট নিচ্ছি । ইঞ্জিনিয়ারিংয়ে বেস্ট এগ্রিগেট পার্সেন্টেজ ইন দ্যপ্রিভিয়াস সেমেস্টার,ইন্টার্নালঅ্যাসেসমেন্ট ও হোম অ্যাসাইনমেন্ট নিচ্ছি ।"

বৃহস্পতিবার চূড়ান্ত সেমেস্টারও বর্ষের মূল্যায়ন নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে,আর্টস ও সায়েন্সের স্নাতকের পড়ুয়াদের বিগত দুইবছরে এবং কমার্সের স্নাতক পড়ুয়াদের ক্ষেত্রে বিগত পাঁচটি সেমেস্টারে প্রাপ্তনম্বরের বেস্ট এগ্রিগেট শতাংশের ভিত্তিতে80%নম্বর দেওয়া হবে এবং অভ্যন্তরীণ মূল্যায়নেরভিত্তিতে20%নম্বর দেওয়া হবে। কোনও পড়ুয়া আগে কোনও পেপারে অসফল হয়ে থাকলে তাঁকে ওইসেমেস্টারে সফল অন্যান্য পেপারে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নম্বর দেওয়া হবে ।কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়31জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশ করে দেবে ।

এর বিরোধিতা করছে কলকাতাবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতি ।CUTA-র সাধারণ সম্পাদক সাংখ্যায়ন চৌধুরি বলেন, “সরকারি অ্যাডভাইজ়ারিতে বিশ্ববিদ্যালয়ের সিলমোহরমারা ছাড়া সিন্ডিকেট কিছুই করেনি । শিক্ষকদের মতামত না নিয়েই শিক্ষা সংক্রান্তচূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হল ।

রাজ্য প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ও (MAKAUT) 80-20শতাংশের ফর্মুলা মেনে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে । চূড়ান্ত সেমেস্টারেররেগুলার পড়ুয়াদের20%মূল্যায়ন অ্যাসাইনমেন্ট ভিত্তিক ও বাকি80%মূল্যায়ন কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন এবং উপস্থিতিরভিত্তিতে করা হবে বলে জানানো হয়েছে । উপস্থিতির ওপর5%মূল্যায়ন করা হবে । পাশাপাশি,চূড়ান্ত সেমেস্টারের কোনও পড়ুয়া যদি আগের সেমেস্টারেকোনও পেপারে অসফল হয়ে থাকেন সে'ক্ষেত্রে তাঁদের আগের পারফর্মেন্সের বিচারে পর্যাপ্তগ্রেস নম্বর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details