পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যপাল চারটি দলকে বৃহস্পতিবার বৈঠকে ডাকলেন - bjp

রাজ্যপাল আগামীকাল বিকেলে CPI(M), BJP, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে বৈঠকে ডেকেছেন । রাজনৈতিক মহল মনে করছে, রাজ্যের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাল বৈঠকে আলোচনা হতে পারে ।

রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী

By

Published : Jun 12, 2019, 5:21 PM IST

Updated : Jun 12, 2019, 9:23 PM IST

কলকাতা, 12 জুন : আগামীকাল বিকেল ৪টেয় রাজভবনে চারটি রাজনৈতিক দলকে ডাকলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ।

সূত্রে জানা গেছে, রাজ্যপাল আগামীকাল বিকেলে CPI(M), BJP, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে বৈঠকে ডেকেছেন । ওই চারটি দলের প্রতিনিধি হিসেবে বৈঠকে ডাকা হয়েছে পার্থ চ্যাটার্জি (তৃণমূল কংগ্রেস), দিলীপ ঘোষ (BJP), সূর্যকান্ত মিশ্র (CPI-M) এবং সোমেন মিত্র (কংগ্রেস)-কে ।

এই সংক্রান্ত খবর :লাঠিচার্জ ও জলকামানে ধুন্ধুমার মধ্য কলকাতায়, লালবাজারের অনেক আগেই থামল অভিযান

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়েছে । ভোটের ফল ঘোষণার পরেও রাজনৈতিক হানাহানি থামেনি । গত শনিবার সন্দেশখালিতে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে । তাদের মধ্যে দুইজন BJP ও একজন তৃণমূলকর্মী । এছাড়া সোমবার আমতায় এক BJP কর্মী খুন হয়েছেন । রাজনৈতিক মহল মনে করছে, রাজ্যের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাল বৈঠকে আলোচনা হতে পারে ।

এই সংক্রান্ত খবর : "গণতন্ত্রের কফিনে পেরেক, মস্তিষ্কের ভারসাম্য হারিয়েছেন মমতা"

এর আগে বাংলার রাজনৈতিক সংঘর্ষ নিয়ে রাজ্যপাল বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। দিয়েছেন নির্দিষ্ট রিপোর্ট । দেশের নানা প্রান্তে আলোচনা চলছে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন নিয়ে। BJP-র তরফে কেউ কেউ দাবি তুলেছেন এরাজ্যে 356 ধারা প্রয়োগ করার । আজ কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, “ আমরা চাই নির্বাচিত সরকার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করুক । কিন্তু যে পরিস্থিতি চলছে সেটা চললে কেন্দ্র পদক্ষেপ নিতে পারে।" এই আবহে রাজ্যপালের এই বৈঠক ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন অনেকেই ।

Last Updated : Jun 12, 2019, 9:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details