কলকাতা, 12 অক্টোবর: বিশ্ববিদ্যালয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । গতকাল বুধবার রাজভবন থেকে চিঠি পৌঁছেছে নবান্নে । সূত্রের দাবি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করার জন্য তাঁর কাছে সময় চেয়েছেন রাজ্যপাল ।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনার জন্য রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন বলে সূত্রের তরফে জানা গিয়েছে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশে সার্চ কমিটি গঠনের জন্য দুই পক্ষ আলোচনায় বসবে । কিন্তু, কবে, কোথায় রাজ্যপাল সিভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক হবে তা এখনও ঠিক হয়নি ।
সূত্রের দাবি, মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে রাজি হলে রাজভবনেই বৈঠক হবে । আর এ প্রসঙ্গে প্রশ্ন উঠে আসছে, আদৌ পুজোর আগে এই বৈঠক বসবে কি না । কারণ দিন কয়েকের মধ্যেই পুজোর ছুটি ঘোষণা করবে রাজ্য সরকার । ফলে উৎসবের ছুটির মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো দ্রুত এই বৈঠক কীভাবে সম্পন্ন হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে ।
আরও পড়ুন:আর অস্থায়ী উপাচার্য নিয়োগ করতে পারবেন না, সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্যপালের
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য ও রাজ্যপাল সংঘাত নতুন নয় । রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে রাজ্যপাল সিভি আনন্দ বোস একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন । যা নিয়ে রাজভবন ও নবান্নের মধ্যে সংঘাত চরমে ওঠে । এই নিয়ে মামলা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে পৌঁছয় । দিন কয়েক আগে সেই মামলায় শীর্ষ আদালত সমস্ত দলকে সার্চ কমিটি গঠনের জন্য মনোনীতদের নাম পুনরায় জমা দিতে বলেছে ।
সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, "মনোনীতদের নাম জমা দিন এবং বিভাগ উল্লেখ করুন ৷" শীর্ষ আদালতের বেঞ্চের কথায়, "আমরা আইনের ভিত্তিতে কীভাবে এই কমিটি গঠন করতে পারি তা দেখব ৷" বেঞ্চ এক সপ্তাহের মধ্যে আবেদনগুলি জমা দেওয়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে এবং 31 অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷
এ বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "আমি রাজ্যপালের এই সিদ্ধান্তকে স্বাগত জানাব। আমরা তো এতদিন ধরে বলছিলাম সরকারের সঙ্গে আলোচনায় বসুন। আমরা খুশি যে শীর্ষ আদালতের নির্দেশে হলেও উনি এতদিনে সেই কথা শুনেছেন।"