কলকাতা, 20 জুন: রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালনকে ধিক্কার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার সন্ধেয় এসএসকেএম হাসাপাতালে গিয়ে তিনি বলেন, "রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ওরা পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে ।"
আজ সন্ধেয় আচমকাই এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে প্রায় 3 ঘণ্টা থাকেন তিনি । কথা বলেন চিকিৎসকদের সঙ্গে ৷ মুখ্যমন্ত্রী জানান, এ দিন নবান্নে বিশেষ কাজ না থাকায় তিনি সবাইকে রথের শুভেচ্ছা জানাতে ও পাঁপড় ভাজা খেতে এসএসকেএম হাসপাতালে গাড়ি থামান ৷ সেখানেই চিকিৎসকদের সঙ্গেও দেখা করেন তিনি ৷
হাসপাতাল থেকে বেরনোর সময় সাংবাদিকরা রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ জবাবে তিনি বলেন, তিনি গতকালই এ বিষয়ে চিঠি দিয়েছিলেন রাজ্যপালকে । এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, কোনওদিন এখানে এইসব দিবস পালন হয়নি । বাংলাকে অবমাননা করা হচ্ছে । বাংলার মানুষকে অসম্মান করা হয়েছে । রাজ্য সরকার জানবে না, মানুষ জানবে না ! বাম আমলে বা কংগ্রেস আমলেও এমনটা হয়নি । এটা হতে পারে না ।"