পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাগড়ি বিতর্কে জালিয়ানওয়ালাবাগের গণহত্যায় রবীন্দ্রনাথের প্রতিবাদ মনে পড়ছে রাজ্যপালের

যুব মোর্চার অভিযানে বলবিন্দর সিংয়ের পাগড়ি খোলার ঘটনাকে নিয়ে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ রাজ্য সরকারকে ধর্মীয় ভাবাবেগে আঘাত না হেনে সহানুভূতির সঙ্গে বিষয়টিতে নজর দেওয়ার আবেদন করেন তিনি ৷

JAGDEEP DHANKHAR
JAGDEEP DHANKHAR

By

Published : Oct 13, 2020, 12:08 PM IST

Updated : Oct 13, 2020, 12:31 PM IST

কলকাতা, 13 অক্টোবর : BJP-র নবান্ন অভিযানে বলবিন্দর সিংয়ের পাগড়ি খোলার ঘটনায় বিতর্ক জারি রয়েছে । এই অবস্থায় গতকাল রাজ্যপাল জগদীপ ধনকড়ের দেখা করেন দিল্লির শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মনিন্দর সিং সিরসা ৷ বলবিন্দর সিংয়ের পাগড়ি খুলে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয় ৷ তারই পরিপ্রেক্ষিতে রাজ্যপাল আজ টুইট করে ভিডিয়ো বার্তা দেন ।

রাজ্যপাল বলেন, "জালিয়ানওয়ালাবাগের গণহত্যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পরিত্যাগ করেছিলেন । সে কথা মনে পড়ে যাচ্ছে ৷ তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ বলবিন্দর সিংয়ের পাগড়ি বিতর্ককে যেভাবে কাটা ছেঁড়া করা হচ্ছে তা বন্ধ করা হোক ৷ কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার এখন সময় নয়, মলম লাগানোর সময় ৷ রাজ্য সরকার ও পুলিশকে বিষয়টিকে সহানুভূতির সাথে দেখা উচিত ৷ কারা ঠিক, কারা ভুল, তা ভাবার সময় নয় । রাজ্য সরকারকে অনুরোধ করছি বিতর্ককে এখানেই রুখে দিন ৷ এই বিতর্কিত বিষয় নিয়ে বেশি চর্চা করার প্রয়োজন নেই ৷ যা ঘটে গেছে তা সম্পূর্ণ ভুল হয়েছে ৷ তার ন্যায় বিচারের প্রয়োজন নেই ৷ আপনার বিষয়টিকে সংশোধন করা উচিত ৷"

রাজ্যপাল আরও একটি ভিডিয়ো বার্তা টুইট করেন ৷ তিনি শিখ সংগঠন জাঠেদার অকাল তখতের একটি ভিডিয়ো বার্তা ৷ ভিডিয়োর মাধ্যমে ওই সংগঠনের তরফে বলা হয়, "লড়াই চলছিল BJP-তৃণমূলের মধ্যে ৷ তার মধ্যে শিখ যুবকের পাগড়ি খোলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ৷ ঘটনার পর থেকে শিখ যুবককে প্রতিনিয়ত নিশানা করা হচ্ছে বাংলার প্রশাসনের তরফ থেকে ৷ শিখ যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া বন্দুকটি লাইসেন্স প্রাপ্ত ৷ ঘটনাটির দিকে সহানুভূতির সঙ্গে নজর দেওয়া হোক ৷" এই ভিডিয়ো বার্তার ভিত্তিতে মমতা সরকারকে পদক্ষেপ করার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল ৷

8 অক্টোবর যুব মোর্চার নবান্ন অভিযানে বলবিন্দর সিংয়ের পাগড়ি খুলে যায় ৷ তা নিয়ে সোশাল মিডিয়ায় প্রতিবাদ শুরু হয় ৷ এমনকী রাজ্য রাজনীতিতে এ বিষয়ে চাপানউতোর অব্যাহত ৷ মনিন্দর সিং সিরসাসহ কমিটির একটি প্রতিনিধি দল বিষয়টিকে নজরে আনতে রাজভবনে আসেন ৷ তাঁরা রাজ্যপালের কাছে একটি চিঠি দেন ৷ পাগড়ি খুলে যাওয়া প্রসঙ্গে রাজ্যে তৈরি হওয়া বিতর্ক ও রাজ্য সরকারের ভূমিকার প্রতিবাদে টুইট করেন রাজ্যপাল ৷

Last Updated : Oct 13, 2020, 12:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details