কলকাতা, 13 অক্টোবর : BJP-র নবান্ন অভিযানে বলবিন্দর সিংয়ের পাগড়ি খোলার ঘটনায় বিতর্ক জারি রয়েছে । এই অবস্থায় গতকাল রাজ্যপাল জগদীপ ধনকড়ের দেখা করেন দিল্লির শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মনিন্দর সিং সিরসা ৷ বলবিন্দর সিংয়ের পাগড়ি খুলে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয় ৷ তারই পরিপ্রেক্ষিতে রাজ্যপাল আজ টুইট করে ভিডিয়ো বার্তা দেন ।
রাজ্যপাল বলেন, "জালিয়ানওয়ালাবাগের গণহত্যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পরিত্যাগ করেছিলেন । সে কথা মনে পড়ে যাচ্ছে ৷ তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ বলবিন্দর সিংয়ের পাগড়ি বিতর্ককে যেভাবে কাটা ছেঁড়া করা হচ্ছে তা বন্ধ করা হোক ৷ কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার এখন সময় নয়, মলম লাগানোর সময় ৷ রাজ্য সরকার ও পুলিশকে বিষয়টিকে সহানুভূতির সাথে দেখা উচিত ৷ কারা ঠিক, কারা ভুল, তা ভাবার সময় নয় । রাজ্য সরকারকে অনুরোধ করছি বিতর্ককে এখানেই রুখে দিন ৷ এই বিতর্কিত বিষয় নিয়ে বেশি চর্চা করার প্রয়োজন নেই ৷ যা ঘটে গেছে তা সম্পূর্ণ ভুল হয়েছে ৷ তার ন্যায় বিচারের প্রয়োজন নেই ৷ আপনার বিষয়টিকে সংশোধন করা উচিত ৷"