পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Governor Calls Up Dilip: রিষড়া নিয়ে দিলীপের সঙ্গে ফোনে কথা, আহত বিজেপি বিধায়কের খোঁজ নিলেন রাজ্যপাল - রাজ্যপাল সিভি আনন্দ বোস

রিষড়ার ঘটনা নিয়ে তাঁর সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কথা হয়েছে বলে জানালেন দিলীপ ঘোষ ৷ তিনি জানান, আহত বিজেপি বিধায়কের বিষয়ে রাজ্যপাল তাঁর কাছ থেকে খোঁজ নেন ৷

dilip ghosh ETV Bharat
দিলীপ ঘোষ

By

Published : Apr 3, 2023, 3:48 PM IST

Updated : Apr 3, 2023, 6:29 PM IST

রিষড়া নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা দিলীপের

কলকাতা, 3 এপ্রিল:রিষড়ার ঘটনা নিয়ে টেলিফোনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে কথা হয়েছে বলে জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, তিনি ঠিক আছেন কি না, সেই খোঁজ নেওয়ার পাশাপাশি বিজেপির যে বিধায়ক আহত হয়েছেন, তাঁর সম্পর্কেও খোঁজখবর নেন রাজ্যপাল ৷ সে দিন ঠিক কী হয়েছিল রিষড়ায়, তাও রাজ্যপাল তাঁর কাছে জানতে চান বলে জানান দিলীপ ৷

সোমবার সকালের বিমানে দিল্লির উদ্দেশে রওনা হন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ তখনই তিনি জানান রাজ্যপালের সঙ্গে তাঁর রিষড়া নিয়ে কথোপকথন হয়েছে ৷ রামনবমীর মিছিল নিয়ে রাজ্যে যে হিংসার ঘটনা ঘটছে, সে বিষয়ে তিনি দিল্লিতে দরবার করবেন ? এই প্রশ্নের জবাবে বিজেপি সাংসদ বলেন, ইতিমধ্যেই দলের তরফে এ বিষয়ে দিল্লিতে চিঠি দেওয়া হয়েছে ৷ তবে তিনি নিজে আলাদা করে কারওকে কিছু বলবেন না ৷

রামনবমী নিয়ে বিজেপি শকুনির রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷ সে বিষয়ে প্রশ্ন করা হলে তাঁকে একহাত নেন দিলীপ ৷ তিনি বলেন, "উনি রামনবমীর কী জানেন ? যাঁদের সঙ্গে উনি আছেন, তাঁরাও রামের ভক্ত নয় । সারা দেশে উৎসব চলে । সারা বছর মানুষ রামকে নিয়ে মেতে থাকে । ভারত রামের জায়গা । এখানে এটা চলবে ।"

রিষড়ার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি অপরাধীদের দল ৷ এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন, 12 বছর ধরে তিনি রিষড়া যাচ্ছেন ৷ কোনও দিন সেখানে গণ্ডগোল হয়নি ৷ আজ কেন সেখানে ও রাজ্যের অন্যান্য জায়গায় গণ্ডগোল হচ্ছে, সেই প্রশ্ন তোলেন দিলীপ ৷ তাঁর প্রশ্ন, সংখ্যালঘু ভোট ফিরিয়ে আনার জন্যই কি হিংসা ? নাকি ভয় দেখানোর জন্য ? তাঁর হুঁশিয়ারি, পরিবর্তন হতে বেশি সময় লাগে না ৷ হিন্দু সমাজ যদি ধার্মিক উৎসব পালন করতে না পারে, তবে তারাও ভোট দেওয়ার আগে সেটা মাথায় রাখবে বলে দাবি দিলীপের ৷

চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর সভায় পুলিশের অনুমতি না দেওয়া নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "নেহাত রামনবমী বলে অনুমতি দিতে বাধ্য হয়েছিল ধার্মিক সেন্টিমেন্ট আছে বলে । নাহলে আমাদের কর্মসূচিতে ওরা কখনওই অনুমতি দেয় না । দেখছে হাজার হাজার লোক রাস্তায় নেমে পড়ছে । আর ওরা এতকিছু করেও লোক টানতে পারছে না ।" অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে এ দিন তিনি বলেছেন, "সে দিন খোকাবাবুর ধরনা মঞ্চে মেরেকেটে 50-100 লোক ছিল। ওরা চিত্রটা বুঝে গিয়েছে । তাই সবকিছু ঘেঁটে দিতে চাইছে ।"

আরও পড়ুন:সংখ্যালঘুদের রক্ষায় হিন্দুদের কাছে আবেদন মমতার, 6 তারিখ সতর্ক থাকার বার্তা

Last Updated : Apr 3, 2023, 6:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details